জবি শিক্ষার্থী খুন: বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত, দুই দিনের শোক

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন স্থগিত এবং দুই দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে প্রশাসন।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, ছাত্রনেতা ও সাংবাদিকরা অংশ নেন।

সভা শেষে জানানো হয়, ২১ ও ২২ অক্টোবর—এই দুই দিন বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হবে। এ সময় সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে নিয়মিত ক্লাস চলবে।

শোকের প্রথম দিনে অনুষ্ঠিত হবে শোকসভা, আর দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শোক র‌্যালির আয়োজন করা হবে। পাশাপাশি ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন ও আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান। জোবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই। ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ নেব। প্রয়োজনে পুরান ঢাকা অচল করে দেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘জোবায়েদের মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। তাই এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সাজসজ্জা থাকলেও আলোকসজ্জা থাকবে না। আমরা হত্যার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত থামবো না।’

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শোক পর্ব শেষে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

রাসেল নামে এক যুবকের নামসহ অজ্ঞাত একজনকে আসামি করে মামলা করা হয়েছে। এতে মাজহারুল ইসলামের বাবা মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে

১২ ঘণ্টা আগে

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭০ হাজার ৫১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৮ জনের

১৩ ঘণ্টা আগে

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে শাহবাগে কর্মসূচি পালন করছিলেন

১৩ ঘণ্টা আগে

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে নিয়ে নীলফামারীতে শনিবার পালিত হলো জাতীয় সমবায় দিবস

১৩ ঘণ্টা আগে