আইজিপি বাহারুল আলমকে অপসারণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

শহীদ পিন্টুর স্মৃতিতে গঠিত সংগঠন শহীদ পিন্টু স্মৃতি সংসদ মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ এবং তার শাস্তির দাবি জানায়।

বেলা ৩টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশ নেন। অবরোধের কারণে শাহবাগে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, “শহীদ পিন্টুর হত্যার বিচার এখনো হয়নি। আমরা চাই, অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইজিপিকে তার পদ থেকে অবিলম্বে সরানো হোক। সরকারের উচিত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া।”

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “বর্তমানে শাহবাগ ব্লকড রয়েছে। পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।”

এর আগে রোববার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শহীদ পিন্টু স্মৃতি সংসদের আয়োজনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ বলেন, “শহীদ পিন্টুর মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড।” সভায় তার সহধর্মিণী, সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা জানান, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন অনুসারে পিলখানা হত্যাকাণ্ড ও ৫৭ সেনা কর্মকর্তার নির্মম হত্যার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশিত হয়েছে। তিনি দাবি করেন, “আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

নাসিমা আক্তার কল্পনা আরও বলেন, “আমার স্বামীকে হত্যার সময় পরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্টভাবে আচরণ করা হয়েছে। হাইকোর্টের চিকিৎসার নির্দেশ অমান্য করে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে, যেখানে রিমান্ড ও নির্যাতনের কারণে তার দৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি।”

এই প্রতিবাদ কর্মসূচি দেশের বিভিন্ন মানুষকে সামাজিক ন্যায়বিচার এবং পুলিশি দায়িত্বশীলতার বিষয়ে সচেতন করার পাশাপাশি বিচারপ্রক্রিয়ার দ্রুত বাস্তবায়নের দাবিতে নতুন উদ্দীপনা যোগ করেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

শহীদ পিন্টুর স্মৃতিতে গঠিত সংগঠন শহীদ পিন্টু স্মৃতি সংসদ মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ এবং তার শাস্তির দাবি জানায়।

৩ ঘণ্টা আগে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মাধ্যমে রোকেয়া দিবস-২০২৫ পালন করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) নীলফামারীর সৈয়দপুরে পাঁচ অদম্য নারীকে সংবর্ধনা দেওয়া হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

৪ ঘণ্টা আগে

কিশোরগঞ্জে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: এরশাদুল আহমেদ।

৪ ঘণ্টা আগে