টিকাদান সম্প্রসারণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্টেট ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: প্রতিনিধি

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কলার্স লাউঞ্জ সেমিনার কক্ষে “বাংলাদেশে টিকাদান জোরদারকরণ: চ্যালেঞ্জ, সমাধান এবং নতুন টিকা প্রবর্তন – টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

দেশবরেণ্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ভ্যাকসিন অ্যালায়েন্স বাংলাদেশের চেয়ারম্যান ডঃ নিজাম উদ্দিন আহমেদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা এবং পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ সেমিনারে অংশগ্রহণ করেন। স্টেট কলেজ অফ হেলথ সাইন্সেস এর বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও ছাত্র ছাত্রীরাও সেমিনারে ঊপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য প্রফেসর ডাঃ মোঃ আক্তার হোসেন খান প্রধান অতিথি এবং উপ-উপাচার্য প্রফেসর ডাঃ নওজিয়া ইয়াসমিন বিশেষ অতিথি এবং স্টেট কলেজ অব হেলথ সায়েন্স-এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাঃ মোহাম্মদ আফজালুর রহমান সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মূল প্রবন্ধ উপস্থাপক বাংলাদেশের টিকাদান কর্মসূচির সফলতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি নতুন টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন এবং এ বিষয়ে সামাজিক গণমাধ্যমে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, জনস্বাস্থ্য পেশাজীবীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান অতিথি দেশের টিকাদান কার্যক্রমে শিক্ষার্থীদের সামাজিক গণমাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। সেমিনার এর বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপচার্য অধ্যাপক ডাঃ নওজিয়া ইয়াসমিন উপস্থিত শিক্ষার্থীদের কে দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় নিজেদেরকে চেঞ্জ মেকার হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পাবলিক হেলথ ডিপার্টমেন্টের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিস ডিপার্টমেন্টের লেকচারার তাসফিয়া নাহিয়ান হাফিজ এবং সমন্বয় করেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টের লেকচারার ও কো-অর্ডিনেটর মোঃ আল্লামা ফয়সাল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

রাসেল নামে এক যুবকের নামসহ অজ্ঞাত একজনকে আসামি করে মামলা করা হয়েছে। এতে মাজহারুল ইসলামের বাবা মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে

১২ ঘণ্টা আগে

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭০ হাজার ৫১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৮ জনের

১৩ ঘণ্টা আগে

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে শাহবাগে কর্মসূচি পালন করছিলেন

১৩ ঘণ্টা আগে

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে নিয়ে নীলফামারীতে শনিবার পালিত হলো জাতীয় সমবায় দিবস

১৩ ঘণ্টা আগে