কৃষি কর্মকর্তাকে মারধর করা ছাত্রদল নেতা বহিষ্কার

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধর ও হেনস্তার অভিযোগে নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের অনুমোদনে রাহাত হাসানকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার আগে বুধবার (৫ নভেম্বর) রাহাত হাসান কাইয়ুম ও সহযোগী ফজলু উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিন মেহেদীর অফিস কক্ষে ঢুকে তাকে মারধর ও হেনস্তা করেন। এ ঘটনা একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। রাতেই নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়, যেখানে রাহাত হাসান কাইয়ুম ও ফজলুকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ, রাহাত কাইয়ুম নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের সুরুজ মাওলা এবং ফজলু একই গ্রামের সিরাজুল হকের ছেলে।

জানা যায়, বুধবার (৫ নভেম্বর) বেলা সোয়া দুইটার দিকে তারা অফিসে ঢুকে জানতে চেয়েছিলেন, কৃষি কর্মকর্তা কেন এখনও বদলি হচ্ছেন না, কারা কৃষি প্রণোদনা পেয়েছেন এবং নেতাদের ভাগ কত। এরপর তারা দাবি করেন, প্রণোদনার অংশ তাদের ছাত্রদলের জন্য দিতে হবে। কৃষি কর্মকর্তা জানান, সরকারি প্রণোদনা প্রকৃত কৃষকদের জন্য, রাজনৈতিকভাবে ভাগ দেওয়ার সুযোগ নেই। পরে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষা ব্যবহার করতে শুরু করেন।

কৃষি কর্মকর্তা বিষয়টি স্থানীয় বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি খোরশেদ আলমকে জানালে, রাহাত আরও ক্ষিপ্ত হয়ে অফিসের ভেতরই সহকারী ফজলুর সঙ্গে তাকে মারধর করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম জানান, কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে ৭ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। রোববার সকালে সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ এলাকার হাঁসখালী, চেলাকাটা, হেতালবুনি খাল থেকে তাদের অপহরণ করে। আত্মসমর্পণকৃত বনদস্যু ডন বাহিনীর পরিচয়ে ১০ জনের একদল সন্ত্রাসীরা তাদের অপহরণ করে।

২ ঘণ্টা আগে

নীলফামারীর ডোমারে কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শালকী ব্রিকসের মালিক জাফর ইকবাল পলাশকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিন ধরে তীব্র শীতের প্রভাব দেখা দিয়েছে। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবারের সঙ্গে একই রকম। পাহাড়, হাওর ও চা-বাগান এলাকায় ঠান্ডার তীব্রতা সবচেয়ে বেশি, যার ফলে জনজীবনে অসুবিধা তৈরি হয়েছে।

৫ ঘণ্টা আগে

‎খুলনার কয়রা উপজেলার নদী ভাঙন এলাকায় প্রাকৃতিক দুর্যোগ এবং বাঁধের দুর্বলতার কারণে জলমগ্ন পরিস্থিতি বিরাজ করছে। প্রতিবছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত উপকূলীয় এই এলাকায় নদী ভাঙনের তীব্রতা বাড়ে। জলবায়ু পরিবর্তন, জোয়ার–ভাটার প্রকৃতি এবং নদীর গতিশীলতার কারণে ঝুঁকি বেড়েছে।

৫ ঘণ্টা আগে