ভারতে শ্লীলতাহানির শিকার দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার, গ্রেফতার

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

আইসিসি নারী বিশ্বকাপ খেলতে ভারতে আসা দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার মধ্যপ্রদেশের ইন্দোরে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে হোটেল থেকে হেঁটে একটি ক্যাফেতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

খবর অনুযায়ী, অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের ওই দুই সদস্য র‍্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকালে তারা খাজরানা রোড এলাকা দিয়ে হেঁটে একটি ক্যাফেতে যাচ্ছিলেন।

ভারতীয় পুলিশের সাব-ইন্সপেক্টর নিধি রঘুবংশী জানান, এসময় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি তাদের পিছু নিতে শুরু করে। এক পর্যায়ে সে ক্রিকেটারদের অশালীনভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই ওই দুই ক্রিকেটার একটি 'এসওএস' (SOS) নোটিফিকেশন পাঠান এবং দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্সের সঙ্গে যোগাযোগ করেন। সিমন্স স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দ্রুত তাদের উদ্ধারের জন্য গাড়ি পাঠান।

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ড্যানি সিমন্স এমআইজি থানায় এ বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। একজন সহকারী পুলিশ কমিশনার ওই দুই ক্রিকেটারের সঙ্গে দেখা করে তাদের বক্তব্য রেকর্ড করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় একজন পথচারী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বরটি টুকে রেখেছিলেন। সেই নম্বরের সূত্র ধরে পুলিশ আকিল খান নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ আরও জানায়, আকিলের বিরুদ্ধে আগেও অপরাধমূলক মামলা রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ধারা (নারীর শ্লীলতাহানির উদ্দেশে অপরাধমূলক বলপ্রয়োগ) এবং ৭৮ ধারার (পিছু নেওয়া বা স্টকিং) অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন

৩ ঘণ্টা আগে

রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের

১২ ঘণ্টা আগে

ন্যাশনাল ইয়ুথ এলায়েন্স বাংলাদেশ আয়োজিত “আবু সাঈদ-মীর মুগ্ধ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর প্রীতি ম্যাচে অসাধারণ লড়াই উপহার দিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

১ দিন আগে

টানা তিন ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া ইংল্যান্ডের । শনিবার (১ নভেম্বর) ইংল্যান্ডের দেওয়া ২২৩ রানের টার্গেটে ব্যাট করে নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী হয়

১ দিন আগে