তামিমের রেকর্ড ছাপিয়ে গেল হৃদয়কে

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১২: ৪৭
Thumbnail image
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তানজিদ হাসান তামিম দারুণ খেলা উপহার দিলেন। সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছেছেন, তবে দলকে জিতাতে পারেননি। তবুও ৮৯ রানের ক্যারিয়ারসেরা ইনিংসে এক গুরুত্বপূর্ণ রেকর্ড গড়েছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৪২ ইনিংসে এক হাজার রান পূর্ণ করলেন এই বাঁহাতি ওপেনার। এতে তিনি বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম এক হাজার রান করা ব্যাটার হিসেবে ইতিহাসে নাম লেখালেন। এর আগে এই রেকর্ড ছিল তাওহিদ হৃদয়ের, যিনি ৪৫ ইনিংসে এক হাজার রান করেছিলেন। মাত্র তিন ইনিংস আগে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ২৪ বছর বয়সি তামিম।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ ওভারে আউট হয়ে যান তানজিদ। তার ব্যাট থেকে আসে ৬২ বলে ৮৯ রান, যেখানে ছিল চারটি ছক্কা ও নয়টি চার। কিন্তু তার এই ইনিংসেও বাংলাদেশকে হোয়াইটওয়াশের হাত থেকে বাঁচাতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ জেতে পাঁচ উইকেটে, তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় তারা।

বাংলাদেশের হয়ে রেকর্ড গড়লেও টি-টোয়েন্টিতে দ্রুততম এক হাজার রানের বিশ্বরেকর্ড এখনও ইংল্যান্ডের দাভিদ মালানের। তিনি মাত্র ২৪ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। চট্টগ্রামে ব্যাটিং শুরু করার সময় তানজিদের রান ছিল ৯৬৭। ইনিংসের শুরুতে তিনি দু’বার ক্যাচ দিয়ে বেঁচে যান এবং রিভিউ নিয়ে আরও একবার বাঁচেন। এরপর নিজ ছন্দে একের পর এক শট খেলেন।

তিনি ৩৭ বলে ক্যারিয়ারের দশম টি-টোয়েন্টি ফিফটি পূর্ণ করেন। গত ১২ ইনিংসে এটি তার পঞ্চম ফিফটি এবং টানা দ্বিতীয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন

৩ ঘণ্টা আগে

রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের

১২ ঘণ্টা আগে

ন্যাশনাল ইয়ুথ এলায়েন্স বাংলাদেশ আয়োজিত “আবু সাঈদ-মীর মুগ্ধ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর প্রীতি ম্যাচে অসাধারণ লড়াই উপহার দিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

১ দিন আগে

টানা তিন ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া ইংল্যান্ডের । শনিবার (১ নভেম্বর) ইংল্যান্ডের দেওয়া ২২৩ রানের টার্গেটে ব্যাট করে নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী হয়

১ দিন আগে