যমুনার দিকে যাওয়ার চেষ্টা শিক্ষকদের, পুলিশের জলকামান

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করলে শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে পুলিশ। ছবি : সংগৃহীত

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করেন শিক্ষকরা। এ সময় তাদের ওপর জলকামান নিক্ষেপ করে পুলিশ।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি শিক্ষকদের।

জানা যায়, দীর্ঘদিনেও দাবি আদায়ের বিষয়ে ন্যূনতম আশ্বাস না পাওয়ায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন তারা। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মিছিলটি কদম ফোয়ারার কাছাকাছি এলে পুলিশ তাদের বাধা দেয় এবং বোঝানোর চেষ্টা করে। পুলিশ জানায়, এতজনকে একসঙ্গে নিয়ে বাসভবনের সামনে যাওয়া সুযোগ নেই। তারা চাইলে কয়েকজন প্রতিনিধি মিলে সেখানে যেতে পারেন। কিন্তু শিক্ষকরা তাতে রাজি হননি। পরে বাধা উপেক্ষা করে শিক্ষকরা সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে।

আন্দোলনকারী শিক্ষক লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, ‘আমাদের দাবি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ। আমরা মিছিল করে যমুনার দিকে যাচ্ছিলাম। কিন্তু আমাদের পানি (জলকামান) মারা হলো। এত বৈষম্য কেন? সরকার যদি যথাযথ ব্যবস্থা করত, তাহলে আমাদের রাস্তায় দাঁড়াতে হতো না।’

এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, শিক্ষকরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। পরে তারা সড়কের ওপর বসে পড়লে তাদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি।

১১ ঘণ্টা আগে

কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় অবস্থিত মেসার্স এম এম ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ইটভাটাটি চিমনি ও কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

১২ ঘণ্টা আগে

একটি দুটি নয়- পানির মধ্যে এভাবে সাঁতার কেটে বেড়াচ্ছে অসংখ্য বিপন্নপ্রজাতির কচ্ছপের বাচ্চা। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কৃত্রিম প্রজন্মের মাধ্যমে জন্ম হয়েছে মহা বিপন্ন প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা'র।

১২ ঘণ্টা আগে