প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

রাজধানী বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২৪ বছর বয়সী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ২০-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির রোববার বনানী থানায় এ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তবে, পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জাহিদুল ইসলাম ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গতকাল বিকেল ৪টার দিকে নাস্তা করতে গেলে হঠাৎ কয়েকজন ছাত্র তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, হামলাকারীরা এক দল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিল যারা জাহিদুলকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আল মামুন অপু জানিয়েছেন, ঘটনার দিন সকাল ১০টায় জাহিদুলসহ কয়েকজন ছাত্র ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলেন। সে সময় আরেক দল শিক্ষার্থী তাদের বিরুদ্ধে অভিযোগ তোলে যে, তারা নাকি কিছু নারী শিক্ষার্থীকে উদ্দেশ্য করে হাসাহাসি করছিলেন। এর ফলস্বরূপ, দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টির সুরাহা করতে হস্তক্ষেপ করে।

কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই জাহিদুলকে হত্যার শিকার হতে হয়।

নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির জানান, আমার ভাই ছিল খুব শান্ত স্বভাবের। কখনও কোনো ঝগড়া বা বিবাদে জড়াত না। আমরা বুঝতেই পারছি না কেন তাকে হত্যা করা হলো। আমরা তার হত্যার বিচার চাই।

এদিকে, ছাত্রদল এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, জাহিদুল তাদের সংগঠনের কর্মী ছিলেন এবং হত্যার বিচার দাবি করেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

সন্তু লারমার জেএসএস ও ইউপিডিএফ প্রসীত গ্রুপের আধিপত্য বিস্তারে ঝুঁকির মুখে পড়েছে দেশের অন্যতম পর্যটক কেন্দ্র সাজেক।সাজেকে পর্যটকবাহী ও পণ্যবাহী গাড়ী যেতে বাধা দেওয়া হচ্ছে। চালককে মারধরে ঘটনা ঘটছে।

১২ ঘণ্টা আগে

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, সুলতানপুর ও চান্দুরিয়া সীমান্ত থেকে আজ শুক্রবার এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি।

১৪ ঘণ্টা আগে

প্রেমের প্রস্তারে রাজী না হওয়ায় গায়ে কেরোসিন ঢেলে সানজিদা আক্তার তুলি নামে (১৭) তালার এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার রাতে মৃতের বাবা কামরুল ইসলাম মোড়ল বাদি হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তালা থানা থানায় মামলা করেন।

১৪ ঘণ্টা আগে

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগে পূর্ব শত্রুতার জেরে বাদশা মোল্লার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

১৪ ঘণ্টা আগে