শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: প্রতিনিধি

শিক্ষাবিদ, গবেষক, লেখক, অনুবাদক ও সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের স্মরণে স্মরণসভার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয় ।

অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ নিউইয়র্ক প্রেস ক্লাব উপদেষ্টা এবিএম সালেহ উদ্দীন ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের গবেষক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নজরুল ইনস্টিটিউটের শিক্ষক ওস্তাদ সালাউদ্দিন আহমেদ ।

স্মরণসভায় আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ, প্রবীণ সাংবাদিক এলাহী নেওয়াজ খান এবং লেখক ও গবেষক শেলি পারভীন।

সভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। তারা অধ্যাপক সিরাজুল হকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তার শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের কথা তুলে ধরেন। সব শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি বলেন, অধ্যাপক সিরাজুল হক ছিলেন একাধারে শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক অঙ্গনের আলোকবর্তিকা। তার চিন্তাধারা ও কর্ম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

অধ্যাপক সিরাজুল হক চলতি বছরের ২৬ জুন নিউইয়র্ক সিটির কুইন্স হাসপাতালে মারা যান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

সংঘর্ষে গুরুতর আহত মামুন ও ইমতিয়াজ প্রথম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন, পরে পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শনিবার চবি নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মু. ইসমাঈল হোসেন মামুনের খুলে রাখা মাথার খুলির অংশ প্রতিস্থাপন করেন

১ ঘণ্টা আগে

সোমবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে কামাল উদ্দিন সিদ্দিকীর জানাজা হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে

১ ঘণ্টা আগে

এই তিন মাসে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র থাকবে হালকা কুয়াশা

৩ ঘণ্টা আগে

সৈয়দপুরে প্রায় ২০০টি কারখানা গড়ে উঠেছে। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা পরিত্যক্ত লোহা এসব কারখানায় আনা হয়

৪ ঘণ্টা আগে