মৎস্য ভবন-কাকরাইল ও আশপাশে ইশরাক সমর্থকদের অবস্থান

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
আপডেট : ২১ মে ২০২৫, ১২: ৩৬
Thumbnail image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত অবস্থান নিয়েছে তার সমর্থকরা।

বুধবার (২১ মে) সকাল থেকেই মৎস্য ভবন মোড় ও এর আশপাশে জড়ো হন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদেরকে নানা স্লোগান দিতে দেখা গেছে।

এ নিয়ে টানা সাতদিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। নগর ভবন ছেড়ে এবার মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন তারা। তাতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে দুপুরে আদেশ দেওয়ার কথা রয়েছে।

গত ১৪ মে মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে এ রিটটি দায়ের করেন। রিটে ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়।

পাশাপাশি রিটে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে মেয়র পদে ইশরাককে শপথ না পড়াতে এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনী ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও নির্দেশনা চাওয়া হয়েছে।

জানা গেছে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। গেল ২৭ মার্চ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের কপি পাওয়ার পর ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু পরামর্শ পাওয়ার আগেই ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

ঈদুল আযহাকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার অস্থায়ী গরু বাজারের দরপত্র ক্রেতাদের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে কারসাজির অভিযোগে দরপত্র বাতিল করে পুনঃ দরপত্র আহ্বান করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ গতকাল বুধবার রাতে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় তল্লাশি চালিয়ে মাদক কারবারি আলেয়া (৬০), রুহুল আমিন(৩০), ও আনোয়ার হোসেন সোহাগকে (৩৫) গ্রেফতার করে।

১৬ ঘণ্টা আগে

সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক সাতক্ষীরা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বৃহস্পতিব

১৭ ঘণ্টা আগে

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জে এক প্রার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযোগকারী মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. জামাল উদ্দিন।

১৭ ঘণ্টা আগে