রাজধানীতে প্রাইভেট কারযোগে ছিনতাই, টেনেহিঁচড়ে নিয়ে গেল নারীকে

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নারীর হাতের ভ্যানিটি ব্যাগ টান দেয় ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে ব্যাগের সঙ্গে ওই নারীকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে নিয়ে যেতে দেখা যায়।

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে।

ভিডিওটিতে দেখা গেছে, গাড়িটি ওই নারীর সামনে আসার এক-দুই সেকেন্ডের মধ্যে ভেতর থেকে একজন ব্যাগটি টান দেয়। মুহূর্তের মধ্যেই ওই নারীকে গাড়িটির সঙ্গে টেনে নিয়ে যেতে দেখা যায়। এ সময় ট্রলি ব্যাগটি ঘটনাস্থলে থেকে যায়। পরে আশপাশে থাকা তিন ব্যক্তিকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়।

এর মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকি দুজন ওই নারীর দিকে এগিয়ে যান। ৫০ সেকেন্ডের মাথায় ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত চার ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় ভুক্তভোগী নারী অন্যদের হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্ধেশ্বরীর এ ঘটনার একটি ভিডিও ফুটেজ তাদের নজরে এসেছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে নিখোঁজ দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে উদ্ধার অভিযান দীর্ঘায়িত হলেও এখনও সফলতা মিলছে না। ফায়ার সার্ভিস জানিয়েছে, গর্তটির ব্যাসার্ধ মাত্র ৬–৮ ইঞ্চি হলেও গভীরতা প্রায় ২০০ ফুট, যা অভিযানের জটিলতা বাড়াচ্ছে। অক্সিজেন সরবরাহের চেষ্টা চলছে, তবে শিশুটিকে জীবিত উদ্ধার করার সম্ভ

২ দিন আগে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাফুরিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলনে মুসল্লিদের দান-মানতের পরিমাণ কোটি টাকার বেশি।

২ দিন আগে

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাসা থেকে নিজাম উদ্দিন (২৫) নামে এক প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে ফতুল্লার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের ভাড়া বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে নিজাম উদ্দিনের মরদেহটি উদ্ধার করা হয়।

২ দিন আগে

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনে বার্ধক্য ও ঠান্ডাজনিত কারণে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এছাড়া আরও অন্তত ৯ জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

২ দিন আগে