উপদেষ্টা ফরিদা ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
উদ্ধারকৃত পেট্রোল বোমা। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং বিশিষ্ট লেখক, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে সারা রাত ঘটনাস্থল ঘিরে রাখেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

জানা গেছে, প্রবর্তনা নামের ওই প্রতিষ্ঠানটি ফরহাদ মজহার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা অর্থনীতিবিদ ফরিদা আখতারের।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করেছেন। বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, কে বা কারা এই পেট্রোল বোমা নিক্ষেপ করেছে এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই বোমা নিক্ষেপের ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এটি মূলত ক্যাটারিং সার্ভিসের প্রতিষ্ঠান।

হাফিজুর রহমান জানান, পেট্রোল বোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়েছে। তবে আগুন পুরোপুরি লাগেনি। টিনের চালার ওপর থেকে বোতল জব্দ করা হয়। এই ঘটনায় কারা জড়িত, তা সিসি ক্যামেরার ফুটেজের তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করার চেষ্টা চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজধানী নিয়ে আরও পড়ুন

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি।

১০ ঘণ্টা আগে

কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় অবস্থিত মেসার্স এম এম ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ইটভাটাটি চিমনি ও কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

১১ ঘণ্টা আগে

একটি দুটি নয়- পানির মধ্যে এভাবে সাঁতার কেটে বেড়াচ্ছে অসংখ্য বিপন্নপ্রজাতির কচ্ছপের বাচ্চা। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কৃত্রিম প্রজন্মের মাধ্যমে জন্ম হয়েছে মহা বিপন্ন প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা'র।

১১ ঘণ্টা আগে