বরিশালে করোনা রোগীদের জন্য প্রস্তুত ১২৯ বেড

প্রতিনিধি
বরিশাল ব্যুরো
Thumbnail image
প্রতীকী ছবি

বরিশালে করোনা প্রতিরোধের জন্য করোনা ওয়ার্ড স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে প্রচার অভিযান, হাসপাতালে আলাদা ওয়ার্ড স্থাপনসহ র‌্যাপিড টেস্টের ব্যবস্থা করা হয়েছে।

গতকাল বুধবার (১৮ জুন) পর্যন্ত বিভাগে চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।

তিনি জানান, বরিশালে করোনা শনাক্ত হওয়া চারজন নিজ নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন। স্বাস্থ্য বিভাগ থেকেও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিভাগের করোনা প্রকোপ তেমন একটা নেই। তারপরও আগাম প্রস্তুতি হিসেবে বিভিন্ন সরকারি হাসপাতালে ১২৯টি বেড প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও ভোলা জেনারেল হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব দুটি সচল করতে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। যেন দ্রুত সময়ে মধ্যে টেকনিশিয়ান পাঠিয়ে আরটি-পিসিআর ল্যাব দুটি সচল করা হয়।

তিনি বলেন, ২০২০ সালে দেওয়া করোনা রোগীদের জন্য নির্ধারিত বেডগুলোকে এখনই আলাদা করলে অন্য রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হবে। তবে করোনা রোগীদের জন্য সরকারি হাসপাতালগুলোতে কিছু কিছু শয্যা আলাদা করে করোনা ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে প্রতিটি সরকারি হাসপাতালের শয্যা ও ওয়ার্ড বৃদ্ধি করা হবে।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্র জানায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের ছয় জেলা শহরের অবস্থিত জেনারেল হাসপাতাল, ৩৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১০ শয্যা বিশিষ্ট চারটি বিশেষায়িত টিবি (বক্ষব্যাধি) হাসপাতাল, ১০ শয্যা বিশিষ্ট আটটি মা ও শিশুকল্যাণ কেন্দ্র রয়েছে। এই সব সরকারি হাসপাতালে প্রায় সাড়ে চার হাজার শয্যা রয়েছে। এ ছাড়া শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২০২০ সালে স্থাপিত ২০টি আইসিইউ বেড সচল রয়েছে।

২০২০ সালে বরিশালে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের জন্য নির্মিত পাঁচতলা ভবনটি করোনা ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়। ৫০০ রোগী ধারণ ক্ষমতাসম্পন্ন এই ভবনটিতে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের লাইফ সাপোর্টের জন্য ২০টি আইসিইউ বেড, সেন্ট্রাল অক্সিজেন, আইসোলেশন, পর্যবেক্ষণকেন্দ্র, নমুনা সংগ্রহ কক্ষসহ করোনা চিকিৎসার সব ধরনের সুবিধাসংবলিত বিশেষায়িত হাসপাতালে রূপান্তর করা হয়েছিল। ২০২২ সালে বরিশালে করোনার প্রাদুর্ভাব কমার পরে ২০২৩ সালে প্রথমে ভবনটিতে মেডিসিন বিভাগের চারটি ইউনিট খোলা হয়। ওই সময় করোনার রোগী শনাক্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসপাতালে দুটি আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

করোনাভাইরাস নিয়ে আরও পড়ুন

অভিযোগ করে প্রতিকার না পেয়ে তারা ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে কৃষকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ করা হয়। এতে চারজন কৃষক আহত হন

১৩ ঘণ্টা আগে

ঘোষণা অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। দাবি আদায় না হলে রোববার ভোর ৬ টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে

১৩ ঘণ্টা আগে

দুর্নীতিকে না বলতে হবে সব পর্যায় থেকে। শিক্ষা জীবন থেকে এর চর্চা শুরু করতে হবে। শিক্ষা জীবনে যদি একজন শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধের চেতনা ধারণ করতে পারেন তাহলে ভবিষ্যতে কখনো সে দুর্নীতিতে জড়াবে না

১৩ ঘণ্টা আগে

চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তইবুর রহমান ২০২৫-২৬ অর্থবছরে উপকারভোগীদের মধ্যে ভালনারেবল উইম্যান বেনিফিট ভিডাব্লিউবি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, জালিয়াত ও দুর্নীতি করেছেন। সচ্ছল ও অনেক সম্পদশালী ব্যক্তিরা কার্ড পেয়েছেন। প্রতিকার্ডে ৭ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন তিনি

১৪ ঘণ্টা আগে