কিশোরগঞ্জে অমিক্রন প্রতিরোধ বিষয়ে কর্মশালা

প্রতিনিধি
কিশোরগঞ্জ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

দেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিশোরগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১লা জুলাই) সকাল সাড়ে দশটায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরগঞ্জ উত্তরণ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডেপুটি সিভিল সার্জন ডা. দিদারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পলক কুমার দেবনাথের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো: আব্দুস সামাদ সবুজ, সংগঠনটির প্রতিষ্ঠাতা শফিউল আলম শফিক, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা উবায়দুল হক, সিনিয়র নার্সিং কর্মকর্তা উজ্জ্বল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি, সারাদেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট অমিক্রন এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুগোপযোগী এই কর্মশালা। আমরা দেখেছি ২০২০ সালে করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহতা। আমরা আর এমন পরিস্থিতির সম্মুখীন হতে চাই না। এজন্য প্রয়োজন একমাত্র সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা। এর পাশাপাশি এখন ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধেও সর্বোচ্চ সতর্ক ও সচেতনতা বৃদ্ধি করতে হবে।

উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন বলেন, আমরা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগসহ জনসাধারণকে সচেতন করা এবং প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।

এছাড়াও ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে সমন্বয় করে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান এবং এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার জন্য ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানোর উদ্যোগও হাতে নেওয়া হয়েছে।

বিগত দিনে আমরা দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী ও স্টাফ নার্সসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

করোনাভাইরাস নিয়ে আরও পড়ুন

রাসেল নামে এক যুবকের নামসহ অজ্ঞাত একজনকে আসামি করে মামলা করা হয়েছে। এতে মাজহারুল ইসলামের বাবা মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে

১২ ঘণ্টা আগে

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭০ হাজার ৫১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৮ জনের

১৩ ঘণ্টা আগে

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে শাহবাগে কর্মসূচি পালন করছিলেন

১৩ ঘণ্টা আগে

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে নিয়ে নীলফামারীতে শনিবার পালিত হলো জাতীয় সমবায় দিবস

১৩ ঘণ্টা আগে