কিশোরগঞ্জ
দেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিশোরগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা জুলাই) সকাল সাড়ে দশটায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরগঞ্জ উত্তরণ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডেপুটি সিভিল সার্জন ডা. দিদারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পলক কুমার দেবনাথের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো: আব্দুস সামাদ সবুজ, সংগঠনটির প্রতিষ্ঠাতা শফিউল আলম শফিক, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা উবায়দুল হক, সিনিয়র নার্সিং কর্মকর্তা উজ্জ্বল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি, সারাদেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট অমিক্রন এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুগোপযোগী এই কর্মশালা। আমরা দেখেছি ২০২০ সালে করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহতা। আমরা আর এমন পরিস্থিতির সম্মুখীন হতে চাই না। এজন্য প্রয়োজন একমাত্র সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা। এর পাশাপাশি এখন ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধেও সর্বোচ্চ সতর্ক ও সচেতনতা বৃদ্ধি করতে হবে।
উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন বলেন, আমরা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগসহ জনসাধারণকে সচেতন করা এবং প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।
এছাড়াও ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে সমন্বয় করে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান এবং এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার জন্য ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানোর উদ্যোগও হাতে নেওয়া হয়েছে।
বিগত দিনে আমরা দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী ও স্টাফ নার্সসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিশোরগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা জুলাই) সকাল সাড়ে দশটায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরগঞ্জ উত্তরণ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডেপুটি সিভিল সার্জন ডা. দিদারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পলক কুমার দেবনাথের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো: আব্দুস সামাদ সবুজ, সংগঠনটির প্রতিষ্ঠাতা শফিউল আলম শফিক, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা উবায়দুল হক, সিনিয়র নার্সিং কর্মকর্তা উজ্জ্বল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি, সারাদেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট অমিক্রন এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুগোপযোগী এই কর্মশালা। আমরা দেখেছি ২০২০ সালে করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহতা। আমরা আর এমন পরিস্থিতির সম্মুখীন হতে চাই না। এজন্য প্রয়োজন একমাত্র সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা। এর পাশাপাশি এখন ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধেও সর্বোচ্চ সতর্ক ও সচেতনতা বৃদ্ধি করতে হবে।
উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন বলেন, আমরা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগসহ জনসাধারণকে সচেতন করা এবং প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।
এছাড়াও ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে সমন্বয় করে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান এবং এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার জন্য ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানোর উদ্যোগও হাতে নেওয়া হয়েছে।
বিগত দিনে আমরা দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী ও স্টাফ নার্সসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
লাইট-ফ্যান পেয়ে উচ্ছ্বসিত শিশু ও অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষক রিংখারা ত্রিপুরা বলেন, ‘পাহাড় চূড়ায় স্কুল বলে তীব্র গরমে ক্লাস করতে গিয়ে ঘেমে-নেয়ে হাঁপিয়ে উঠত শিশুরা। অন্ধকার হয়ে এলে ক্লাস করানো মুশকিল হয়ে পড়ত। এখন আমাদের কষ্ট লাঘব হবে
২ ঘণ্টা আগেশ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঢাকা রুটে প্রায় এক দশক ধরে প্রতি ট্রিপে চালক পান ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী পান ৪০০ টাকা। উপরন্তু প্রতিদিন চালক, সুপারভাইজার ও সহকারীর ট্রিপ হয় না
৩ ঘণ্টা আগের্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর ছালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে। পাথরগুলো তারা একটি ক্রাশার মেশিন রেডি করে ভেঙ্গে সেগুলো পাচার করতে চেয়েছিল
৩ ঘণ্টা আগে১৯ আগস্ট বাদিসহ স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীরা নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কের নগর ভবনের সামনে জড়ো হয়। এ সময় পুলিশ তাদের ওপর হামলা করে বাদিসহ কয়েকজনকে আটক করে। পরে মহানগর পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন ওয়াপদা কলোনিতে নিয়ে আটক করে বাদিকে মারধর ও শ্লীলতাহানি করে
৫ ঘণ্টা আগেলাইট-ফ্যান পেয়ে উচ্ছ্বসিত শিশু ও অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষক রিংখারা ত্রিপুরা বলেন, ‘পাহাড় চূড়ায় স্কুল বলে তীব্র গরমে ক্লাস করতে গিয়ে ঘেমে-নেয়ে হাঁপিয়ে উঠত শিশুরা। অন্ধকার হয়ে এলে ক্লাস করানো মুশকিল হয়ে পড়ত। এখন আমাদের কষ্ট লাঘব হবে
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঢাকা রুটে প্রায় এক দশক ধরে প্রতি ট্রিপে চালক পান ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী পান ৪০০ টাকা। উপরন্তু প্রতিদিন চালক, সুপারভাইজার ও সহকারীর ট্রিপ হয় না
র্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর ছালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে। পাথরগুলো তারা একটি ক্রাশার মেশিন রেডি করে ভেঙ্গে সেগুলো পাচার করতে চেয়েছিল
১৯ আগস্ট বাদিসহ স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীরা নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কের নগর ভবনের সামনে জড়ো হয়। এ সময় পুলিশ তাদের ওপর হামলা করে বাদিসহ কয়েকজনকে আটক করে। পরে মহানগর পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন ওয়াপদা কলোনিতে নিয়ে আটক করে বাদিকে মারধর ও শ্লীলতাহানি করে