জয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন

মৃত্যুর রহস্য উদ্ঘাটন

প্রতিনিধি
জয়পুরহাট
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১১: ৪৩
Thumbnail image
বাবাকে হত্যার দায়ে পুলিশের হাতে গ্রেপ্তার শাহীন মণ্ডল। ছবি : সংগৃহীত

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় বাবাকে হত্যা করে পুকুরে ফেলে দেয় তার ছেলে শাহীন মণ্ডল। হত্যার শিকার রজ্জব আলীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি পুকুরের পানিতে পড়ে মারা যাননি। ছেলে শাহীন মণ্ডল তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পানিতে ফেলে দেয়। শাহীন মণ্ডল তার বাবাকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গতকাল শনিবার বিকেলে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ছেলে শাহীন এলাকায় চুরি করত। এ কারণে তাকে একদিন মারধর করে বাড়ি থেকে বের করে দেন বাবা। দীর্ঘ ১৫ বছর পর বাড়ি ফিরে ক্ষোভ থেকে তার বাবাকে হত্যা করে ছেলে শাহীন।

স্থানীয়রা জানান, কালাই উপজেলার ছিলিমপুর গ্রামের বাসিন্দা রজব আলী পাশের বলিগ্রামে সাখাওয়াত হোসেনের পুকুরে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। গত বছরের ২২ ডিসেম্বর সকালে ওই পুকুরে রজব আলীর মরদেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কালাই থানা পুলিশ রজব আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কালাই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। গত ৮ ফেব্রুয়ারি কালাই থানা পুলিশ জানায়, রজব আলীর মৃত্যু স্বাভাবিক কোনো মৃত্যু নয়। তাকে হত্যা করা হয়েছে। পরে গত ১০ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও কালাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করতে গিয়ে পুকুরপাড়ের প্রায় ৫০ গজ দূরে মাটিতে সামান্য রক্ত পড়ে ছিল। এ ছাড়া মৃত রজব আলীর নাকে রক্ত ও কপালে ক্ষত ছিল। তখন থেকে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। ময়নাতদন্তের পর হত্যার বিষয়টি পরিষ্কার হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে নিখোঁজ দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে উদ্ধার অভিযান দীর্ঘায়িত হলেও এখনও সফলতা মিলছে না। ফায়ার সার্ভিস জানিয়েছে, গর্তটির ব্যাসার্ধ মাত্র ৬–৮ ইঞ্চি হলেও গভীরতা প্রায় ২০০ ফুট, যা অভিযানের জটিলতা বাড়াচ্ছে। অক্সিজেন সরবরাহের চেষ্টা চলছে, তবে শিশুটিকে জীবিত উদ্ধার করার সম্ভ

২ দিন আগে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাফুরিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলনে মুসল্লিদের দান-মানতের পরিমাণ কোটি টাকার বেশি।

২ দিন আগে

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাসা থেকে নিজাম উদ্দিন (২৫) নামে এক প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে ফতুল্লার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের ভাড়া বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে নিজাম উদ্দিনের মরদেহটি উদ্ধার করা হয়।

২ দিন আগে

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনে বার্ধক্য ও ঠান্ডাজনিত কারণে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এছাড়া আরও অন্তত ৯ জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

২ দিন আগে