জয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন

মৃত্যুর রহস্য উদ্ঘাটন

প্রতিনিধি
জয়পুরহাট
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১১: ৪৩
Thumbnail image
বাবাকে হত্যার দায়ে পুলিশের হাতে গ্রেপ্তার শাহীন মণ্ডল। ছবি : সংগৃহীত

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় বাবাকে হত্যা করে পুকুরে ফেলে দেয় তার ছেলে শাহীন মণ্ডল। হত্যার শিকার রজ্জব আলীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি পুকুরের পানিতে পড়ে মারা যাননি। ছেলে শাহীন মণ্ডল তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পানিতে ফেলে দেয়। শাহীন মণ্ডল তার বাবাকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গতকাল শনিবার বিকেলে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ছেলে শাহীন এলাকায় চুরি করত। এ কারণে তাকে একদিন মারধর করে বাড়ি থেকে বের করে দেন বাবা। দীর্ঘ ১৫ বছর পর বাড়ি ফিরে ক্ষোভ থেকে তার বাবাকে হত্যা করে ছেলে শাহীন।

স্থানীয়রা জানান, কালাই উপজেলার ছিলিমপুর গ্রামের বাসিন্দা রজব আলী পাশের বলিগ্রামে সাখাওয়াত হোসেনের পুকুরে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। গত বছরের ২২ ডিসেম্বর সকালে ওই পুকুরে রজব আলীর মরদেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কালাই থানা পুলিশ রজব আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কালাই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। গত ৮ ফেব্রুয়ারি কালাই থানা পুলিশ জানায়, রজব আলীর মৃত্যু স্বাভাবিক কোনো মৃত্যু নয়। তাকে হত্যা করা হয়েছে। পরে গত ১০ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও কালাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করতে গিয়ে পুকুরপাড়ের প্রায় ৫০ গজ দূরে মাটিতে সামান্য রক্ত পড়ে ছিল। এ ছাড়া মৃত রজব আলীর নাকে রক্ত ও কপালে ক্ষত ছিল। তখন থেকে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। ময়নাতদন্তের পর হত্যার বিষয়টি পরিষ্কার হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

২২ মিনিট আগে

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তার প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে।

১ ঘণ্টা আগে

সোমবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’এ স্লোগান সামনে রেখে এবং অপুষ্টিজনিত রোগ-ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা এবং সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে গঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়

৩ ঘণ্টা আগে