পঞ্চগড়ে সীমান্ত দিয়ে আবারো ২৩ জনকে পুশইন

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের সদর উপজেলায় সীমান্ত দিয়ে নারী, পুরুষ শিশুসহ ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের পুশইন করে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা। এদের মধ্যে ১৩ জন মহিলা, ৯ জন পুরুষ ও একজন শিশু। তারা সবাই বাংলাদেশি এবং যশোর, সাতক্ষীরা, লালমনিরহাট ও নড়াইল জেলার বাসিন্দা।

পরে বাংলাদেশের প্রায় ২ কিলোমিটার অভ্যন্তরে তাদের আটক করে হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে যান স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও বিজিবিকে খবর দেয়া হয়। পরে আটককৃতদের স্থানীয় ঘাগড়া সীমান্ত ফাঁড়িতে ক্যাম্পে নিয়ে যান বিজিবি। আটককৃতদের জিডিমূলে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তারা সবাই ভারতের মুম্বাইয়ে বিভিন্ন এলাকায় বাসা বাড়ি সহ শ্রমিকের কাজ করতেন।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম বলেন, ভোর বেলা হাড়িভাসা বাজারে ১৮ জন নারী পুরুষ ঘোরাঘুরি করছিল। পরে তাদের হাড়িভাসা বাজারের নিরাপত্তা প্রহরী ও গ্রাম পুলিশ সদস্যরা তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। এছাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোতবাহাদিপাড়া এলাকা থেকে আরো ৫ জনকে আটক করে ইউপি সদস্যের মাধ্যমে ইউনিয়ন পরিষদে নেয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের খবর দেই। পরে বিজিবি এসে তাদের স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান বলেন, পুশইন সংক্রান্ত আটক ২৩ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের পরিবারের সাথে যোগাযোগসহ পরিচয় যাচাই করা হচ্ছে। বাংলাদেশি পরিচয় নিশ্চিত হলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, গত তিন মাসে ১১ দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৬৬ জনকে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

সড়ক ও রেল যোগাযোগে বৈষম্য দূর এবং বিমানভাড়া কমানোর দাবিতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে

১২ ঘণ্টা আগে

আলু তোলার মৌসুমে ক্ষেতে তেমন পাইকার আসেনি। যা দু-একজন আলুর বেপারি আসে তারা প্রতি কেজি আলুর দাম হাকায় মাত্র ১২ থেকে ১৪ টাকা। উৎপাদন খরচ না উঠায় সেসময় আলু বিক্রি না করে উৎপাদন খরচ পুশিয়ে নিতে, বেশী দামের আশায়,কেজিতে আরো ৯ টাকা খরচ বাড়িয়ে হিমাগারে আলু সংরক্ষণ করেছি

১২ ঘণ্টা আগে

নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

১২ ঘণ্টা আগে

ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস আয়োজিত ও ময়মনসিংহ জেলা পরিষদ এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চেস একাডেমি প্রফেসর নিতাই-মঞ্জু বাস্তবায়ন সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নাম্যান্টে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম

১২ ঘণ্টা আগে