বাগেরহাট বিআরটিএ অফিসে দুদকের অভিযান

প্রতিনিধি
বাগেরহাট
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বাগেরহাটে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে নানা আনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) সকাল থেকে দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা কার্যালয়ের একটি টিম বিশেষ এই অভিযান পরিচালনা করেন।

এসময় গ্রাহকসেবায় অনিয়ম, দালালের দৌরাত্ম্য, ঘুষ গ্রহণ এবং পরীক্ষা খাতায় জালিয়াতির একাধিক অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল বিআরটিএ অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ পেতে হলে দালালের মাধ্যমেই অতিরিক্ত টাকা দিয়ে কাজ করাতে হয়। এসব কার্যক্রমে ওই অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী সরাসরি জড়িত।

২২

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বাগেরহাটের সহকারী পরিচালক সাইদুর রহমান জানান, গ্রাহকসেবায় হয়রানিসহ দালালের দৌরাত্ম্য, ঘুষ গ্রহণ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে বাগেরহাটে বিআরটিএ অফিসে অভিযান চালানো হয়।

অনৈতিক লেনদেন, ঘুষ গ্রহণ, পরীক্ষার খাতায় অনিয়মসহ বেশ কিছু অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি তদন্ত প্রতিবেদন তৈরি করা হচ্ছে। তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি প্রতিরোধে দফতরে নজরদারি বাড়ানো হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে"।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে নিখোঁজ দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে উদ্ধার অভিযান দীর্ঘায়িত হলেও এখনও সফলতা মিলছে না। ফায়ার সার্ভিস জানিয়েছে, গর্তটির ব্যাসার্ধ মাত্র ৬–৮ ইঞ্চি হলেও গভীরতা প্রায় ২০০ ফুট, যা অভিযানের জটিলতা বাড়াচ্ছে। অক্সিজেন সরবরাহের চেষ্টা চলছে, তবে শিশুটিকে জীবিত উদ্ধার করার সম্ভ

২ দিন আগে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাফুরিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলনে মুসল্লিদের দান-মানতের পরিমাণ কোটি টাকার বেশি।

২ দিন আগে

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাসা থেকে নিজাম উদ্দিন (২৫) নামে এক প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে ফতুল্লার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের ভাড়া বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে নিজাম উদ্দিনের মরদেহটি উদ্ধার করা হয়।

২ দিন আগে

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনে বার্ধক্য ও ঠান্ডাজনিত কারণে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এছাড়া আরও অন্তত ৯ জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

২ দিন আগে