প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, মা-বাবা গ্রেপ্তার

প্রতিনিধি
কুড়িগ্রাম
Thumbnail image
ফাইল ছবি

কুড়িগ্রাম সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নবম শ্রেণির স্কুল ছাত্রী নিজ কন্যা সন্তানকে হত্যা করেছেন এক বাবা। এ ঘটনায় পুলিশ মেয়েটির বাবা, মা ও এক চাচিকে গ্রেপ্তার করেছে। হত্যার দায় স্বীকার করে তারা আদালতে জবানবন্দি দিয়েছেন।

সোমবার (১২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

গ্রেপ্তার জাহিদুল কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকার বাসিন্দা। হত্যার শিকার স্কুল ছাত্রী জান্নাতি (১৫) জাহিদুল ইসলামের মেয়ে।

গ্রেপ্তার বাকি দুজন হলেন- জাহিদুল ইসলামের স্ত্রী মোর্শেদা বেগম (৩৮) ও জাহিদুলের ভাইয়ের স্ত্রী শাহিনুর বেগম (৪৫)।

পুলিশ জানায়, সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মজিবর রহমানের ৩২ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গত শনিবার গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে নবম শ্রেণির শিক্ষার্থী ও নিজ মেয়ে জান্নাতি খাতুনকে (১৫) রড ও দা দিয়ে কুপিয়ে হত্যা করেন জাহিদুল। এ কাজে তাঁকে সহায়তা করেন স্ত্রী মোর্শেদা বেগম (৩৮) ও ভাইয়ের স্ত্রী শাহিনুর বেগম (৪৫)। হত্যার পর জান্নাতির মরদেহ ভুট্টাখেতে ফেলে আসেন তাঁরা এবং বাড়ির খড়ের গাদায় আগুন দেন ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে।

পরদিন নিহতের বড় চাচা খলিল হক (৫৫) কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা করেন। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ মজিবর রহমান ও তাঁর সহযোগীরা মেয়েটিকে তুলে নিয়ে হত্যা করেছেন।

এরপর তদন্ত শুরু করে কুড়িগ্রাম থানার একটি দল। তদন্তে উঠে আসে, মূলত জমিজমাসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকেই হত্যা করেন জাহিদুল।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত জান্নাতির বাবা জাহিদুল ইসলাম (৪৫), মা মোর্শেদা বেগম ও চাচি শাহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

ফেনীতে মাদক ও অস্ত্রসহ সাদিয়া আক্তার নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ বোতল বিদেশী মদ, একটি সুইচ গিয়ার ধারালো ছুরি, একটি চাপাতি, একটি দা ও আরও একটি ছুরি জব্দ করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেস্টা মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক জেলা পরিষদ সদস্য আলতাফ হোসেনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।

৮ ঘণ্টা আগে

বিড়ি শিল্পের উপর থেকে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বৃহত্তর রংপুর অঞ্চল।

৮ ঘণ্টা আগে

ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী ও সাবেক বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

৯ ঘণ্টা আগে