রাজশাহীর সেই চার বখাটের ২ জন গ্রেপ্তার

প্রতিনিধি
রাজশাহী
Thumbnail image
ছবি: সংগৃহীত

রাজশাহীর সার্কিট হাউস সংলগ্ন সড়কে নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা। তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

ঘটনার পরদিন বুধবার সকালে আরএমপির ফেসবুক পেজে চারজন অভিযুক্তের ছবি প্রকাশ করে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়। এরপর বৃহস্পতিবার সকালে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গ্রেপ্তার দুইজন হলেন, নগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মো. মোখলেছুর রহমান মুকুলের ছেলে মো. জুবায়ের হোসেন রাকিব (১৯) ও কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তরপাড়ার মো. রমজানের ছেলে মো. সবুজ (২০)।

এর আগে, বুধবার বিকেলের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরের সিঅ্যান্ডডি মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করছে। তাদের এ আচরণে বিব্রত হন পথচারী নারীরা। বিষয়টি জানাজানি হতেই পুলিশ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং রাতেই অভিযান শুরু করে।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন নিখাদ খবরকে বলেন, “নারীদের হয়রানির ঘটনায় শুধু গ্রেপ্তারই নয়, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতেই পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের ছবি প্রকাশ করা হয়েছে। এরপর দুজন গ্রেপ্তারও হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য বখাটেদের ধরতে অভিযান চলছে।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

বরিশাল নার্সিং কলেজে চলমান ছয় দফা দাবির আন্দোলনে হামলায় তিন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নার্সিং কলেজে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২ ঘণ্টা আগে

সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন আদাছগী এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জাম।

২ ঘণ্টা আগে

নাটোর শহরের কানাইখালি এলাকায় ওয়ালটন প্লাজার শোরুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি এসি পুড়ে যাওয়াসহ অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

৩ ঘণ্টা আগে

আধুনিক দন্ত চিকিৎসার সাথে রংপুরের রিসেন্ট ডেন্টিস্ট্রি’র পথ চলার ২৭ বছর পেড়িয়ে ২৮ বছরে পর্দাপন করেছে। এই চিকিৎসা সেবাঘরের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মকর্তা, কর্মচারি ও শুভানুধায়ীরা ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠান প্রধান প্রফেসর ডা. মেফতাউল ইসলাম মিলনকে।

৪ ঘণ্টা আগে