চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিনিধি
কিশোরগঞ্জ
Thumbnail image
ফাইল ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাঁদা না দেওয়ায় মো. শরীফ মিয়া (৩৯) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সালুয়াদী নতুন বাজারে তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত শরীফ উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী গ্রামের মৃত খাইরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় পুলিশ ইমাম হোসেন নামে এক ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহতের ছোট ভাই শহীদ মিয়া বলেন, সালুয়াদী নতুন বাজারে আমার বড়ভাইয়ের একটি ওয়ার্কশপ দোকান রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে দোকানের কাজ চলাকালীন ইমাম হোসেন মেম্বারের নেতৃত্বে ৭-৮জনের একটি সন্ত্রাসী দল দোখানে গিয়ে আমার ভাই শরীফের কাছে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে আমার ভাই শরীফের ঝগড়া হয়। এসময় সন্ত্রাসীরা আমার ভাইকে উপর্যুপরি মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতারকৃত জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে (৭৯) কারাগারে প্রেরণ করেছে আদালত।

১৩ ঘণ্টা আগে

পঞ্চগড়ের আটোয়ারী ও সদর উপজেলায় পুকুর ও ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী মন্ডলহাট বলরামপুর, চুচুলী পটেশ্বরী ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুঁটকিপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

১৪ ঘণ্টা আগে

জামালপুর একটি শান্তিপূর্ণ জেলা। তবে মাঝে মধ্যে জেলায় মাজার ভাঙার সুর এসেছে এবং এখনো আসতেছে। আমরা সজাগ আছি এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনারাও সজাগ থাকবেন। । এখানে কিছু ধর্ম ব্যবসায়ী আছে যারা উসকানি দিয়ে থাকেন ব্যবসা টিকিয়ে রাখার জন্য। তারা সবসময় জামালপুরকে অশান্ত রাখতে চায়

১৭ ঘণ্টা আগে

রেমিট্যান্স যোদ্ধা হিসাবে দেশে যেখানে আমার সর্বোচ্চ সম্মান পাওয়ার কথা থাকলেও আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের একজন দায়িত্বশীল ওসি সাহেবের প্রত্যক্ষ ইন্ধনে সাবেক স্ত্রীর দ্বারা বে-আইনিভাবে নির্যাতনের শিকার হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি

১৭ ঘণ্টা আগে