পঞ্চগড়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ফাইল ছবি

পঞ্চগড়ে স্ত্রী হত্যার অভিযোগে সফিকুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

সোমবার দুপুরে পঞ্চগড় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ কামরুজ্জামান এই সাজা প্রদান করেন। তবে অপর ১০ জন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সফিকুল ইসলাম জেলার বোদা উপজেলার কাজলদিঘী তরঙ্গীপাড়া এলাকার হামেদ আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ঘটনার ১৬/১৭ বছর আগে সফিকুল ইসলামের সাথে একই এলাকার আব্দুল মান্নানের মেয়ে মমতাজ বেগমের সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে দুই মেয়ে ও এক ছেলে সন্তান হয়। কিন্তু স্বামী সফিকুল প্রতিবেশী এক নারীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে শুরু হয় দাম্পত্য কলহ। বিষয়টি নিয়ে একাধিক সালিশ হলেও মমতাজের উপর চলতে থাকে নির্যাতন। কারণে অকারণে তাকে মারধর করতো স্বামী সফিকুল। তাকে তার পরিবারের লোকজনও সহযোগিতা করতো। ২০১৫ সালের ৮ জুলাই রাতে তাদের মধ্যে আবারো ঝগড়া হয়। এ সময় মমতাজকে হত্যার হুমকিও দেয় তার স্বামী ও তার পরিবারের লোকজন। ৯ জুলাই ভোরে নিজ ঘরে মমতাজের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং বোদা থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

১৪ জুলাই ১১ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করে নিহত গৃহবধূ মমতাজের বাবা আব্দুল মান্নান। ২০১৮ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় ১০ বছর বিচারকাজ চলার পর সোমবার আদালত এই রায় প্রদান করেন।

পঞ্চগড় আদালতের অতিরিক্ত পিপি ইয়াসিনুল হক দুলাল বলেন, ভিকটিমের মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যার কথা বলা হয়েছে। আমরা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাই আদালত ১ নম্বর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে। অন্য আসামিদের বেকসুর খালাস দেয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

প্রায় ২ ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।” আগুনে গুদামের ঝুটসহ মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি

৮ মিনিট আগে

তাৎক্ষণিকভাবেও রচিত এই গানগুলি লোকসংস্কৃতির এক অমূল্য ভাণ্ডার হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে বর্তমান প্রজম্ম এসব গীতে খুব একটা আগ্রহী নয়। তারা আধুনিক নামধারী পাশ্চাত্য ঢঙের অনুকরণীয় দেশী বিদেশি গান বাজাচ্ছেন। ফলে গ্রামীণ জনপদের বিয়ের গীত ক্রমশ হারিয়ে যাচ্ছে

২ ঘণ্টা আগে

সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস পৌর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের" প্রধান ফটকের কাছে প্রকাশ্যেই নিষিদ্ধ মাদক হিরোইন ও ইয়াবা বিক্রি করছে। শহরের যুবসমাজ প্রধান ক্রেতা

৩ ঘণ্টা আগে

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নিয়োগ বোর্ডে নীতিমালা বহির্ভূত স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে ১৪টি পদে পাতানো নিয়োগ বোর্ড করার অভিযোগ

১৭ ঘণ্টা আগে