সৌদি আরবে গিয়ে প্রতারণার শিকার শিবপুরের তাইমীর

প্রতিনিধি
শিবপুর, নরসিংদী
Thumbnail image
ফাইল ছবি

সোনার হরিণ ধরতে গিয়ে দালালের মাধ্যমে সৌদি আরবে গিয়ে বিপাকে পড়েছেন নরসিংদীর শিবপুরের মোর্শিদ নাজির তাইমীর (২২) নামের এক যুবক। গত বছর ৭ সেপ্টেম্বর সৌদি আরবে পৌঁছানোর পর থেকে তাঁকে বেতন দেওয়া হচ্ছে না। ভিডিও কল ও খুদে বার্তার মাধ্যমে প্রতারিত হওয়ার বিষয়গুলো তিনি পরিবারকে জানিয়েছেন। এ বিষয়ে দালালের বিরুদ্ধে এলাকায় একাধিকবার সালিশ দরবার করেও সুরাহা করতে পারেনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মোর্শিদ নাজির তাইমীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের মৃত. আজিজুল হক নাজিরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পূর্বপরিচিত পাশের শিমুলিয়া গ্রামের দালাল নুরুদ্দিন খান নুরু প্রায় ৪০ হাজার টাকা বেতনে ভালো চাকরির প্রলোভন দেখান। পরে ধারদেনা করে ৪ লাখ ৫৫ হাজার টাকা তুলে দিয়েছিলেন দালালের হাতে। ৮ মাস যাবত সৌদি আরবে পৌঁছানোর পর থেকে তাঁকে বেতন দেওয়া হচ্ছে না। এদিকে অতিমাত্রায় ঋণগ্রস্ত হওয়ার কারণে মানসিক অস্থিরতা হতাশা থেকে প্রবাসী তাইমীরের পিতা আজিজুল হক নাজির গত মঙ্গলবার স্ট্রোক করে মৃত্যু বরন করেছেন বলে অভিযোগ পরিবারের।

WhatsApp Image 2025-04-05 at 12.25.16_c53eb47a

তাইমীর জানান, সরাসরি কোম্পানিতে পাঠানোর কথা ছিল। বেতন ১২ শ সৌদি রিয়াল। এখন সাপ্লাই কোম্পানি কাজ নেই বেতন , অন্যদিকে দেশে ঋণের চাপ সব মিলিয়ে আমি চোখে অন্ধকার দেখছি। দেশে ঋণগ্রস্ত হওয়ার কারণে মানসিক অস্থিরতা হতাশা থেকে স্ট্রোক করে আমার বাবা মৃত্যু বরন করেছে। ঋণ করে বিদেশে আসছি। এখন পাওনাদারেরা চাপ দিচ্ছে। খাওয়ার টাকাই জুটাতে পারছি না, ঋণ দেব কেমন করে? দালালের প্রতারণার বিচার চাই।’

প্রবাসীর চাচা সবুজ নাজীর জানান, আমার ভাতিজা তাইমীর ৮ মাস হয়েছে সৌদিতে গেছে এখন পর্যন্ত কোন বেতন পায়নি। বাড়ীতে ঋণের চাপে মানসিক অস্থিরতা থেকে স্ট্রোক করে আমার ভাই মৃত্যু বরন করেছে।

নাজীর জানান, এ বিষয়ে দালালের বিরুদ্ধে এলাকায় একাধিকবার সালিশ দরবার করা হয়েছে। দালাল নূরু বলেছিল গত জানুয়ারি মাসে সমস্যার সমাধান করে দিবেন। এখন নূরু দালাল এলাকায় আর আসেন না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দালাল নুরুদ্দিন খান নুরু বলেন, আমি ঢাকা বনানীর আরিফেন এন্টারপ্রাইজ ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাইমীর নাজির কে ৪ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে সৌদি আরব পাঠিয়েছিলাম। সে একমাসের বেতন পেয়েছে বাকি বেতন তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি। একটু সময় দিলে সব ঠিক হয়ে যাবে। তার সঙ্গে অন্য যাদের বিদেশ পাঠানো হয়েছে, তারা ভালো আছে। শুধু তাইমীরের একটু সমস্যা হয়েছে।

এ ব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন বলেন, এ নিয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

খুলনা মোংলা মহাসড়ক এখন মৃত্যুফাঁদের অপর নাম। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে নিরীহ মানুষের প্রাণ। খানাখন্দ, ভাঙাচোরা সড়ক, অপ্রশস্ত দুই লেন, আর নিয়ন্ত্রণহীন যানবাহন সব মিলিয়ে এ সড়কে সাধারণ মানুষের জীবন যেন হয়ে উঠেছে অনিশ্চিত।

১২ ঘণ্টা আগে

পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্য এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়।

১২ ঘণ্টা আগে

খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার মহালছড়ি উপজেলা সফর করেছেন।

১৩ ঘণ্টা আগে

রংপুরে বাল্যবিয়ে নিরসনে প্রান্তিক জনগোষ্ঠিসহ অংশীজনদের মতামত নিয়ে তৈরি নির্দেশিকা ‘অ্যাডভোকেসি টুলকিট’ এর মোড়ক উন্মোচন হয়েছে।

১৩ ঘণ্টা আগে