চেন ছিনতাইয়ের চেষ্টায় অন্তঃসত্ত্বা নারী গ্রেফতার

প্রতিনিধি
জামালপুর
Thumbnail image
ফাইল ছবি

জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধ নারীর গলা থেকে স্বর্ণের চেন ছিড়ে নিয়ে পালানোর সময় সাত মাসের এক গর্ভবতী নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী চিকিৎসা নিতে আসা নারী ফাতেমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার হওয়া নারী খাদিজা বেগম (৩৫)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে,' হাসপাতালে চিকিৎসা নিতে আসে ফাতেমা বেগম। সকাল ১০টার দিকে হাসপাতালে টিকিট সংগ্রহ করে চিকিৎসক দেখতে হাসপাতালের ৫ নম্বর কক্ষের সামনে লাইনে অপেক্ষা করতে থাকেন। এসময় পেছনে দাঁড়ানো নারী খাদিজা কৌশলে ফাতেমা বেগমের গলায় থাকা আনুমানিক ৬ আনা ওজনের স্বর্ণের চেন ছিড়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক ফাতেমা বেগম বিষয়টি বুঝতে পেয়ে চিৎকার করেন এবং তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশকে খবর দিলে স্বর্ণের চেন জব্দ করা হয়। পরে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যান পুলিশ।

গ্রেফতার হওয়া ওই নারীকে আটক করার সময় তিনি বলেন,'এখানে আমি আমার বোনের সাথে এসেছি। আমি সাত মাসের গর্ভবতী। এসময় তিনি শেরপুরের ঝিনাইগাতী থাকেন বলেও পরিচয় দেন।

এবিষয়ে মেলান্দহ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন,'এই ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার হওয়া নারী সাত মাসের গর্ভবতী বলে জানান।

দুপুরে আদালতে পাঠানো হয় ওই নারীকে। অভিযুক্ত নারীর নামে আগেও কোন মামলা রয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে ওসি বলেন,'আমরা প্রাথমিকভাবে দেখেছি তাঁর নামে আগে কোন মামলা নেই।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রথম স্মারকগ্রন্থ ‘উজ্জীবন’ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে প্রকাশিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি প্রকাশনাটি প্

১ দিন আগে

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফ থেকে ৯ বাংলাদেশি জেলে অপহরণ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শাহপরীর দ্বীপের নিকটস্থ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারের পর ফেরার পথে এই ঘটনা ঘটে।

১ দিন আগে

রাজশাহীতে ভারতীয় আধিপত্যবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে অনুষ্ঠিত লং মার্চ ও ঘেরাও কর্মসূচি পুলিশের কঠোর ব্যারিকেডের কারণে সফল হয়নি। ‘জুলাই ৩৬ মঞ্চ’ আহ্বানিত এই কর্মসূচি ভদ্রা মোড় থেকে শুরু হলেও হাই কমিশন কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগে পুলিশ বাধা দিয়ে মিছিল আটকে দেয়।

১ দিন আগে

নীলফামারীতে অনুমতি ছাড়া মাটি ব্যবহার ও পরিবেশ লঙ্ঘনের অভিযোগে তিনটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১ দিন আগে