প্রেসক্লাব নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসী হামলার জের

সাতক্ষীরায় পাল্টাপাল্টি মামলায় ৪৭ সাংবাদিকসহ ৫৫ জন আসামি

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ফাইল ছবি

সাতক্ষীরা প্রেসক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে পাল্টা পাল্টি মামলায় ৫৫ সাংবাদিককে আসামি করা হয়েছে।

পুলিশের উপস্থিতিতে বহিরাগত সন্ত্রাসীদের হামলার ১০ সাংবাদিক আহতদের ঘটনায় ১৮ হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের একদিন পর বুধবার ভোরে আহত তিন সাংবাদিকসহ ৩৭ জন সাংবাদিকদের নামে সদর থানায় পালটা আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

সদর থানার ওসি শামিনুল ইসলাম বলেছেন উপরের চাপেই পরবর্তী মামলা নিতে হয়েছে।

অভিযোগ উঠেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি জামায়াত সমর্থিত বেশকিছু সাংবাদিক প্রেসক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এসময় ক্লাবের পদ পদবি নিয়ে বিএনপি ও জামায়াত পন্থী সাংবাদিকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। যুগের বার্তা পত্রিকার সম্পাদক আ ন ম আবু সাঈদ সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার আব্দুল বারী সাধারণ সম্পাদক হয়ে প্রেসক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে গত আট মাসেরও অধিক সময় তারা দায়িত্ব পালন করছেন। এই গ্রুপের সাথে বিএনপি জামায়াত ও আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন সাংবাদিকও রয়েছেন।

অন্যদিকে বিএনপিপন্থি সাংবাদিকদের অপর গ্রুপের নেতা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক আবুল কাশেম ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাংবাদিক আসাদুজ্জামান আসাদ বিএনপি ও জামায়াত সমর্থিত সাংবাদিকদের নিয়ে প্রেসক্লাবের পৃথকভাবে আরেক কমিটি পরিচালনা করে আসছেন। তাদের নেতৃত্বে জেলার মূলধারার অনেক সাংবাদিকও রয়েছেন বলে দাবি তাদের।

গত ৩০ জূন বেলা ১১ টায় প্রেসক্লাবের সাধারণ সভা আহ্বান জানান আবুল কাশেম ও আসাদুজ্জামান গ্রুপের সাংবাদিকরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী প্রেসক্লাবের সাধারণ সভায় যাওয়ার সময় ক্লাবের মূল ফটকেই বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হন আবুল কাশেম ও আসাদুজ্জামান গ্রুপের সাংবাদিকরা। আগে থেকেই ক্লাব চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পুলিশের উপস্থিতিতে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় জামায়াত নেতা ও দৈনিক ভোরের আকাশের সাংবাদিক আমিনুর রহমান, ডিবিসি নিউজের সাংবাদিক বেলাল হোসেন, অনির্বানের সোহরাব হোসেন , আবুল কাশেম সহ অন্তত ১০ সাংবাদিক গুরুতর আহত হন।

এঘটনায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলায় বহিরাগত সন্ত্রাসী ছাড়াও আ ন ম আবু সাঈদ, আব্দুল বারী সহ বেশ কয়েকজন সাংবাদিকও আসামি হয়।

এর একদিন পর বুধবার ভোররাতে আ ন ম আবু সাঈদ বাদী হয়ে সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, আবুল কালাম, আবুল কাশেম, আসাদুজ্জামান সহ ৩৭ সাংবাদিকদের নামে পালটা একটি মামলা দায়ের করেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে দুই জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বেশিরভাগ সাংবাদিক বাদী আবু সাঈদ গ্রুপের ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলার শিকার হন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল ইসলাম জানান, পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে স্বীকার করে বলেন, সাংবাদিকদের মামলা নিয়ে ঝামেলায় আছি।

এদিকে হামলার শিকার সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, গত ৩০ জুন আমরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে একটি সভা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আবু সাঈদ ও আব্দুল বারীর নেতৃত্বে আলিপুর থেকে আনা ভাড়াটে সন্ত্রাসী ও মাদকাসক্তরা আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা করে। তাদের হামলায় আমাদের অন্তত ৩০ জন সাংবাদিক ও সদস্য আহত

তিনি আরও অভিযোগ করেন, আবু সাঈদ ও আব্দুল বারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রেসক্লাব দখল করে রেখেছেন এবং তাদের মতের বিরুদ্ধে গেলেই এভাবে হামলা ও নির্যাতন চালানো হয়। এরপর ও পুলিশ হামলাকারীদের পক্ষ নিয়ে আহত সাংবাদিকদের নামে একটি কল্পিত মিথ্যা মামলা রেকর্ড করে নিরপেক্ষতা হারিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর মশাল মিছিল থেকে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে।

৩ ঘণ্টা আগে

খবর পেয়ে নিউজ কভারেজের জন্য থানার সামনে মিডিয়া কর্মীরা পৌঁছলে তাদেরকেও থানার মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি।

৪ ঘণ্টা আগে

টাঙ্গাইলে সদ্য নিয়োগ পাওয়া আদালতের সরকারি আইন কর্মকর্তা (জিপি) বজলুর রহমান মিয়াকে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার কার্যালয়ে তালা দিয়েছেন আইনজীবীরা।

৪ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ ঘণ্টা আগে