কিশোরগঞ্জে স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

প্রতিনিধি
কিশোরগঞ্জ
Thumbnail image
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুলের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

নিহত আশিক খা (২৪) মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে। আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয়রা জানান, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি গঠন নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল নেতা আশিকের মৃত্যু হয়।

জেলার হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলমান রয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

মোংলা বন্দর থেকে ৭৮ লাখ বিদেশি সিগারেট শলাকা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ঘোষণায় অন্য পণ্য থাকলেও শুল্ক ফাঁকি দিতে আনা হয়েছে অরিস ব্রান্ডের সিগারেট। এতে সরকারের প্রায় ৫ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে মোংলা কাস্টমস। মঙ্গলবার রাতে এসব জব্দ করা হয়।

১ ঘণ্টা আগে

দিনাজপুরের চিরিরবন্দর ফতেজংপুর মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের নিয়ে " রোড সেফটি এবং সড়ক দুর্ঘটনা ' সংক্রান্তে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৫ ঘণ্টা আগে

রংপুরের গংগাচড়ায় গৃহবধু সালেহা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, এক জনের ১ বছর ও তিনজনের ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।

১৫ ঘণ্টা আগে