নরসিংদীর সেই সমালোচিত শিক্ষিকা বরখাস্ত

প্রতিনিধি
নরসিংদী
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৬: ৪৪
Thumbnail image
ফাইল ছবি

নিখাদ খবরে সংবাদ প্রকাশের নরসিংদীর সেই সমালোচিত শিক্ষিকাকে অবশেষে বরখাস্ত করেছে জেলা শিক্ষা অফিসার। মাধবদীর আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষিকার নাম শারমীন রেজোয়না। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ এর ২ এর (ক), (ঘ), (চ) ও (ছ) ধারা লঙ্ঘণপূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ, অশ্লীল কথাবার্তাসহ নেতিবাচক পোস্ট করায় তার বিরুদ্ধে অসদাচরণ এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

বিভাগীয় মামলাটির চলমান ধারা অব্যাহত রাখার স্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (১) ধারা মোতাবেক সহকারি শিক্ষিকা শারমিন রেজোয়ানাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। জেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এই আদেশ ০৯ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হবে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চঃ দাঃ) নিরঞ্জন কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিচ্ছি। ভবিষ্যতে এধরণের কর্মকান্ডে লিপ্ত হলে তাদের বিরুদ্ধেও এরকম ব্যবস্থা নেয়া হবে।

WhatsApp Image 2025-04-09 at 16.42.21_99887e22

উল্লেখ্য দীর্ঘ দিন ধরে এই নারী সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা যৌন হয়রানি অভিযোগ করে নানাভাবে হেনস্তা করে আসছেন। নরসিংদী পুলিশ অফিস সূত্রে জানা গেছে, এই নারী এখন পর্যন্ত সমাজের প্রতিষ্ঠিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের একাধিক মামলা দায়ের করেছেন। পাশাপাশি তার ফেসবুক টাইমলাইনে সম্মানিত ব্যক্তিদের ছবি পোস্ট করে কুরুচিপূর্ণ মন্তব্য অব্যাহত রেখেছেন।

দীর্ঘ চার-পাঁচ বছর ধরে এই রমরমা ব্যবসা চালিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। বরং অভিযোগ উঠেছে, তাদের সহায়তায় বিতর্কিত এই নারী অপকর্ম করে বেড়াচ্ছিলেন।

তাকে কেউ কিছু বললেই ধর্ষণের মামলা ও অভিযোগ দিয়ে দেন থানায়। ফলে মানসম্মানের ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চান না। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের ছবি এবং ভিডিও এডিট করে এই নারী তার প্রোফাইলে পোস্ট করে নানা অপপ্রচার চালাতেন। এই শিক্ষিকার হীন কাজের যন্ত্রণায় যখন অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো জেলাবাসী ছিক এমন সময় ব্যবস্থা নিল প্রশাসন।

এই বিষয়ে বরখাস্তকৃত ওই শিক্ষিকার বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

খুলনা মোংলা মহাসড়ক এখন মৃত্যুফাঁদের অপর নাম। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে নিরীহ মানুষের প্রাণ। খানাখন্দ, ভাঙাচোরা সড়ক, অপ্রশস্ত দুই লেন, আর নিয়ন্ত্রণহীন যানবাহন সব মিলিয়ে এ সড়কে সাধারণ মানুষের জীবন যেন হয়ে উঠেছে অনিশ্চিত।

১ ঘণ্টা আগে

পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্য এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়।

২ ঘণ্টা আগে

খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার মহালছড়ি উপজেলা সফর করেছেন।

২ ঘণ্টা আগে

রংপুরে বাল্যবিয়ে নিরসনে প্রান্তিক জনগোষ্ঠিসহ অংশীজনদের মতামত নিয়ে তৈরি নির্দেশিকা ‘অ্যাডভোকেসি টুলকিট’ এর মোড়ক উন্মোচন হয়েছে।

৩ ঘণ্টা আগে