মাওনায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

প্রতিনিধি
গাজীপুর
Thumbnail image
আটক অভিযুক্ত শিক্ষক আব্দুল মালেক। ছবি সংগৃহীত

গাজীপুরের মাওনা উত্তরপাড়া এলাকায় বাবে জান্নাত মাদ্রাসা নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাত বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আব্দুল মালেক নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আব্দুল মালেক নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার শিবপুর গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, মালেক দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করত। সর্বশেষ সাত বছরের এ শিশুর সঙ্গে তার অশালীন আচরণের বিষয়টি শিশুর পরিবারের সদস্যরা জানতে পারেন। ঘটনাটি জানাজানি হলে শনিবার রাতে ক্ষুব্ধ স্থানীয়রা মাদ্রাসা থেকে অভিযুক্তকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন মাদ্রাসাগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি করা হয়।

এ বিষয়ে মাওনার ফাঁড়ির ইনচার্জ হাসমত উল্লাহ গণমাধ্যমকে জানান, অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। শিশুর পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্র নেতা শাহরিয়ার আলম সম্য হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

১০ ঘণ্টা আগে

৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি মোঃ মশিউর রহমানসহ বিভিন্ন ব্যক্তিকে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে প্রতিবেশী আব্দুল করিমের বিরেুদ্ধে।

১০ ঘণ্টা আগে

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর,মারপিট ও লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগে খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়ন বিএনপি'র সম্মেলন প্রস্তুত আহ্বায়ক কমিটির দুই সদস্যকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

১০ ঘণ্টা আগে