সম্পত্তি হাতিয়ে নিতে বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, ছেলে গ্রেফতার

প্রতিনিধি
নওগাঁ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সম্পত্তি হাতিয়ে নিতে বৃদ্ধা মাকে নিজ বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে মোস্তাফিজুল ইসলাম সোহাগ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নওগাঁ শহরের কাজীর মোড়ে।

জানা গেছে, বাড়িতে ঢুকতে না পারায় ৭০ বছর বয়সী মা বিলকিল আক্তার দীর্ঘ ছয় ঘণ্টা গ্যারেজে বসে ছিলেন। মায়ের অভিযোগের ভিক্তিতে তাকে গ্রেফতার করা হয়।

মা বিলকিস আক্তার জানান, গতকাল সোমবার বেলা ১১টার দিকে নিজ বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে ফিরতে গিয়ে তিনি দেখতে পান, সিঁড়ির মুখে লোহার গেট লাগানো এবং তাতে তালা ঝুলছে। ছেলেকে ফোন করে জানালে সে স্পষ্ট জানিয়ে দেন—‘তুই তো দুই আনার মালিক, রাস্তায় গিয়ে থাক।’

ঘটনার পর বাড়ির নিচতলার গ্যারেজে বসে ছিলেন বিলকিস। তারপর বিকেলে নওগাঁ সদর থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরে রাতেই পুলিশ মোস্তাফিজুলকে গ্রেফতার করে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে কাজীর মোড়ে ১০ শতক জমির ওপর বিলকিস আক্তার ও তাঁর স্বামী বাড়ি নির্মাণ করেন। স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী জমি ও বসতবাড়ির মালিকানা বিলকিস আক্তার ও তাঁর তিন সন্তান—এক ছেলে ও দুই মেয়ের মধ্যে ভাগ হয়। মেয়েরা তাদের অংশ মায়ের নামে লিখে দেয়। ছেলে মোস্তাফিজুল সম্পত্তি এককভাবে দখলে নিতে চাপ দিতে থাকেন মাকে।

পারিবারিক সূত্রে আরো জানা গেছে, এর আগেও মোস্তাফিজুল তার মাকে নির্যাতন করেছেন। ছেলের সাথে বিবাদের জেরে তিনি ২০২১ সাল থেকে বড় মেয়ের বাসায় থাকছেন। গতকাল সোমবার তিনি নিজের ফ্ল্যাটে ফিরে যেতে চাইলে বাড়ির সিঁড়ির মুখে তালাবদ্ধ লোহার গেট দেখতে পান। ছেলেকে ফোন করলে তিনি স্পষ্ট জানান, তাকে (মাকে) বাড়িতে ঢুকতে দেবেন না। পরে বাড়ির নিচতলায় গ্যারেজে দিনভর বসে থাকেন তিনি।

স্থানীয়রা মায়ের পক্ষ কথা বললে তাদের সাথেও খারাপ আচরণ করেন, সেই সাথে প্রকাশ্যে সকলের সামনে মা বিলকিস আক্তারকে ধাক্কা মেরে বের করে দেন। এরপরই তিনি (মা)স্থানীয় থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

ঘটনার ভিডিও ও প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। স্থানীয়রা এ ঘটনায় দ্রুত বিচার এবং মায়ের সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরের উদ্দেশ্যে রাস মেলা উপলক্ষে তীর্থ যাত্রা শুরু হয়েছে

১২ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরে জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপূতি উপলক্ষে চব্বিশ (২৪) এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা - ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

১৩ ঘণ্টা আগে

তনজিনা জরুরি সেবা- ৯৯৯ এ কল দিয়ে অভিযোগ করে বলেন, তাকে কোনো এক অন্ধকার জায়গায় আটকে রেখে হয়েছে মিনাল চলে গেছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি

১৪ ঘণ্টা আগে

পাশাপাশি মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন কর্মসংস্থানে যোগদান করার সুযোগ এবং প্রবাসেও চাকরির সুযোগ করে দেওয়া হবে বলে তিনি জানান

১৪ ঘণ্টা আগে