পঞ্চগড়ে অবৈধ চারটি ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় চারটি অবৈধ ইটভাটা এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দিয়ে ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদন ও ইটভাটা পরিচালনার বিভিন্ন লাইসেন্স না থাকায় এ অভিযান চালানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ভাটা গুলোর কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসএম ফুয়াদ।

এসময় বোদা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভাটার চুলায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়। এসময় অবৈধ চারটি ইট ভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদন, ইটভাটা পরিচালনার বিভিন্ন লাইসেন্স না থাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে। অভিযানে বোদা উপজেলার বিভিন্ন এলাকার মেসার্স এস এ আর ব্রিকস, মেসার্স এমএমএল ব্রিকস, মেসার্স এএবি ব্রিকস ও মেসার্স বিবি ব্রিকস নামে চারটি ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া সহ এক্সেভেটর দ্বারা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন । অভিযানে বোদা থানা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান। এই অভিযানে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে দেয়া সহ ভাটার বেশ কিছু অংশ গুড়িয়ে দেয় হয়। একই সাথে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে তারা যদি আবারো অবৈধ ভাবে কার্যক্রম শুরু করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

স্বপন দেব সজল জানান, ‘এটি একটি নিরীহ প্রজাতির দেশি অজগর। এটি কাউকে আক্রমণ করে না, তবে ভয় পেলে ক্ষতি হতে পারে।’

১২ ঘণ্টা আগে

জামালপুর জেলায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে চিকিৎসা সহায়তা এবং অটোরিকশা উপহার দিয়েছেন আমরা বিএনপি পরিবার।

১৩ ঘণ্টা আগে

প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিতে আমাদের প্রতিনিধিত্বের অনুপস্থিতি থাকায় আমরা সেটিকে প্রত্যাখ্যান করলাম

১৫ ঘণ্টা আগে

বাংলাদেশ স্কাউটসের গঠন ও নিয়ম অনুসারে জেলা প্রশাসক নাফিসা আরেফিন পদাধিকার বলে ঐ কমিটির সভাপতি

১৬ ঘণ্টা আগে