সন্ত্রাসী আল আমিন বাহিনীর হামলায় আহত ৬

প্রতিনিধি
স্টাফ রিপোর্টার
Thumbnail image
ছবি: সংগৃহীত

আবারও আল আমিন বাহিনীর হামলায় ৬ জন গুরুতর আহত হয়েছে। এবার মামলা তুলে না নেয়ায় বরিশাল নগরী চাঁদমারিতে সন্ত্রাসী হামলা চালিয়েছে বাহিনীটি। হামলায় অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার (৪ মে) রাত ৯ টায় চাঁদমারি মাদ্রাসা সড়ক রোডে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, ফেরদৌস, মোঃ আসলাম হাওলাদার, মো: শাহিন (৩৫), মো: কাওসার (২৭), মো: রাজীব (৩৫), মো: রাজা (৪২)।

আহতরা জানান, চাঁদমারি মাদ্রাসা রোডের মৃত মোসলেম আলী হাওলাদারের ছেলে মো: ফেরদৌস হাওলাদারের (৩৫) সাথে একই এলাকার মৃত করিম ওরফে কয়লা করিমের ছেলে মো: আল আমিন (৩২)এর মধ্যে মামলা নিয়ে বিরোধ চলে আসছিল। ফেরদৌসকে মারধরের অভিযোগে দায়ের করা মামলা আদালতে চলমান রয়েছে। ওই মামলা তুলে নেয়ার জন্য চাপ দেয় আল আমিন বাহিনী।

রোববার রাত ৯ টায় চাঁদমারি ভেরি বাঁধ এলাকায় আল আমিন (৩২), বাপ্পি (২৮), রাব্বি (২৫), বাদল খান ওরফে আদারী বাদল (৪৫), ভুলু বাকির (৩০), পিচ্চি কামাল (৩২), জাহিদুল (২৮), নুরু রাকিব (২৫), সাগর (১৫), বনি (২৫), আরাফাত (২২), জনি (২২), লিটু (২২), সুমি (২৫), কমা (৪০), রাব্বিসহ (১৮) আরো অজ্ঞাতনামা ২০/২২ জন সন্ত্রাসী মামলার বাদী ফেরদৌস ও সাক্ষীদের উপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ফেরদৌসসহ ৬ জন গুরুতর আহত হয়।

পরে আহতদের ডাক-চিৎকারে আশ পাশের লোকজন ঘটনাস্থলে আসলে খুন জখমের হুমকি দিয়ে সকল আসামিরা পালিয়ে যায়। স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদেরকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রাজীব জানায়, আল আমিন বাহিনী এলাকার চিন্হত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা আইনকানুন মানে না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সন্ত্রাসী আল আমিনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চাঁদমারীর ঘটনায় আহতদের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর জঙ্গল থেকে অধীর সূত্রধর (৬৫) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৮ ঘণ্টা আগে

বাগেরহাটের মোংলায় থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ই মে) উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুলমাঠে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৮ ঘণ্টা আগে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষে গুলিতে ফিরোজ তালুকদার পলাশ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

৮ ঘণ্টা আগে

রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ না করলে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ।

৯ ঘণ্টা আগে