শৈলকুপায় জমি নিয়ে বিরোধে রাস্তা বন্ধ, পরিবার গৃহবন্দী

প্রতিনিধি
ঝিনাইদহ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় চলাচলের রাস্তা বন্ধ করে এক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে মানিক নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। জমি নিয়ে বিরোধের জের ধরে লোহার তারের বেড়া পুঁতে পরিবারের একমাত্র বের হওয়ার পথই দখল করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী মাহমুদা খাতুন শৈলকুপা থানা ও স্থানীয় সেনাক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে উপজেলার ছোট মৌকুড়ী গ্রামে ভাদু মন্ডলের ছেলে মানিক দলবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহমুদা খাতুনের বসতবাড়ির প্রধান চলাচলের পথে পিলার পুঁতে লোহার তারের বেড়া দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করেন। এতে পরিবারটি কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে।

মাহমুদা খাতুন অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গ্রামের সালিশও হয়েছিল, কিন্তু মানিক তা মানেনি। নতুন করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মীমাংসার উদ্যোগ চলছিল। তার আগেই আমাদের ভোগদখলকৃত জায়গা ঘিরে ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছে। বাধা দিতে গেলে অকথ্য গালিগালাজ, মারধর এমনকি প্রাণে মারার হুমকি দিয়েছে।’

ভুক্তভোগী পরিবারটি অভিযোগ করেছে, চলাচলের রাস্তা বন্ধ থাকায় তাদের নিত্যকার কাজকর্ম, স্কুল-কলেজে যাতায়াত, চিকিৎসা সবকিছুই চরমভাবে ব্যাহত হচ্ছে। এ ঘটনায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ ও সুষ্ঠু বিচার চেয়েছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত মানিকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে রাস্তা বন্ধ করে পরিবার অবরুদ্ধের অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রথম স্মারকগ্রন্থ ‘উজ্জীবন’ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে প্রকাশিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি প্রকাশনাটি প্

২ দিন আগে

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফ থেকে ৯ বাংলাদেশি জেলে অপহরণ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শাহপরীর দ্বীপের নিকটস্থ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারের পর ফেরার পথে এই ঘটনা ঘটে।

২ দিন আগে

রাজশাহীতে ভারতীয় আধিপত্যবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে অনুষ্ঠিত লং মার্চ ও ঘেরাও কর্মসূচি পুলিশের কঠোর ব্যারিকেডের কারণে সফল হয়নি। ‘জুলাই ৩৬ মঞ্চ’ আহ্বানিত এই কর্মসূচি ভদ্রা মোড় থেকে শুরু হলেও হাই কমিশন কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগে পুলিশ বাধা দিয়ে মিছিল আটকে দেয়।

২ দিন আগে

নীলফামারীতে অনুমতি ছাড়া মাটি ব্যবহার ও পরিবেশ লঙ্ঘনের অভিযোগে তিনটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২ দিন আগে