মানিকগঞ্জ
মানিকগঞ্জের বিভিন্ন এলাকার কবরস্থান থেকে রাতের আঁধারে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা এখন নিয়মিত ব্যাপারে পরিণত হয়েছে। ২০২২ সালের মার্চ থেকে চলতি বছরের মে পর্যন্ত জেলায় কঙ্কাল চুরির অন্তত ছয়টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৪৭টি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। তবে এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে কোন মামলা হয়নি। এমনকি এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
স্থানীয়রা বলছেন, এটি শুধু আইনশৃঙ্খলার ব্যর্থতা নয়, বরং এটি সামাজিক ও ধর্মীয়ভাবে একটি গভীর অবমাননার বিষয়। অপরাধীরা ধরা না পড়ায় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
সর্বশেষ গতকাল সোমবার (১৯ মে) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বাংগড়া কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়। মঙ্গলবার (২০) সকালে শ্রমিকেরা বাংগড়া করবস্থানে নির্মাণাধীন পানির ট্যাংকে কাজ করতে গিয়ে কবরস্থানের প্রধান গেট খোলা দেখতে পান । এরপর ভেতরে গিয়ে দেখেন বেশ কিছু কবর খোঁড়া রয়েছে। পরে বিষয়টি কবরস্থান পরিচালনা কমিটিকে জানালে কমিটির লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন খোড়া কবরগুলোর ভেতরে কোনো কঙ্কাল নেই।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, গত পাঁচ থেকে সাত মাসের মধ্যে যে-সব মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল সেসব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি যাওয়া কঙ্কালগুলোর মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী ছিল।
এর আগে ২০২৪ সালের মার্চ মাসে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরঙ্গাইল গ্রামের জান্নাতুল বাকি কবরস্থান থেকে অন্তত ১৮টি কঙ্কাল চুরি হয়। স্থানীয়রা সকালে কবরস্থানে গিয়ে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান এবং অনেক কঙ্কাল দেখতে না পেয়ে পুলিশকে খবর দেন।
এ ছাড়াও ২০২২ সালের মার্চ মাসে ঘিওর উপজেলার ধুলন্ডী গ্রামের জান্নাতুল বাকী কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। একই বছরের আগস্টে শিবালয় উপজেলার বড় বোয়ালী ও কাতরাসিন দক্ষিণপাড়া কবরস্থান থেকে আরও ১২টি কঙ্কাল চুরি হয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর শিবালয় উপজেলার বড় বোয়ালী কবরস্থানে একই ধরনের ঘটনা ঘটে। এবার আরও তিনটি কঙ্কাল চুরি হয়।
কঙ্কাল চুরি হয় কেন?
বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন কাজে কঙ্কাল বা হাড়ের চাহিদা রয়েছে। যেমন- কালো জাদু ও তন্ত্র-মন্ত্রে মানুষের হাড় ব্যবহার করা হয়, চিকিৎসাশাস্ত্র ও গবেষণায় কঙ্কালের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়াও কালোবাজারে বিক্রি ও বিদেশে পাচারের উদ্দেশ্যেও কঙ্কাল চুরি হয়ে থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুবিনা সুলতানা বলেন, “এই ধরনের অপরাধ শুধু আইনগত নয়, এটি একটি সামাজিক সংকট। প্রশাসনের পাশাপাশি সমাজকেও এ বিষয়ে সচেতন হতে হবে।”
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, “কঙ্কাল চুরির ঘটনায় মানিকগঞ্জে কোন মামলার রেকর্ড নেই। এসব ঘটনায় কাউকে কখনো গ্রেফতারও করা হয়নি। তবে গতকালকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। “
মানিকগঞ্জের বিভিন্ন এলাকার কবরস্থান থেকে রাতের আঁধারে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা এখন নিয়মিত ব্যাপারে পরিণত হয়েছে। ২০২২ সালের মার্চ থেকে চলতি বছরের মে পর্যন্ত জেলায় কঙ্কাল চুরির অন্তত ছয়টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৪৭টি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। তবে এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে কোন মামলা হয়নি। এমনকি এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
স্থানীয়রা বলছেন, এটি শুধু আইনশৃঙ্খলার ব্যর্থতা নয়, বরং এটি সামাজিক ও ধর্মীয়ভাবে একটি গভীর অবমাননার বিষয়। অপরাধীরা ধরা না পড়ায় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
সর্বশেষ গতকাল সোমবার (১৯ মে) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বাংগড়া কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়। মঙ্গলবার (২০) সকালে শ্রমিকেরা বাংগড়া করবস্থানে নির্মাণাধীন পানির ট্যাংকে কাজ করতে গিয়ে কবরস্থানের প্রধান গেট খোলা দেখতে পান । এরপর ভেতরে গিয়ে দেখেন বেশ কিছু কবর খোঁড়া রয়েছে। পরে বিষয়টি কবরস্থান পরিচালনা কমিটিকে জানালে কমিটির লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন খোড়া কবরগুলোর ভেতরে কোনো কঙ্কাল নেই।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, গত পাঁচ থেকে সাত মাসের মধ্যে যে-সব মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল সেসব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি যাওয়া কঙ্কালগুলোর মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী ছিল।
এর আগে ২০২৪ সালের মার্চ মাসে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরঙ্গাইল গ্রামের জান্নাতুল বাকি কবরস্থান থেকে অন্তত ১৮টি কঙ্কাল চুরি হয়। স্থানীয়রা সকালে কবরস্থানে গিয়ে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান এবং অনেক কঙ্কাল দেখতে না পেয়ে পুলিশকে খবর দেন।
এ ছাড়াও ২০২২ সালের মার্চ মাসে ঘিওর উপজেলার ধুলন্ডী গ্রামের জান্নাতুল বাকী কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। একই বছরের আগস্টে শিবালয় উপজেলার বড় বোয়ালী ও কাতরাসিন দক্ষিণপাড়া কবরস্থান থেকে আরও ১২টি কঙ্কাল চুরি হয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর শিবালয় উপজেলার বড় বোয়ালী কবরস্থানে একই ধরনের ঘটনা ঘটে। এবার আরও তিনটি কঙ্কাল চুরি হয়।
কঙ্কাল চুরি হয় কেন?
বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন কাজে কঙ্কাল বা হাড়ের চাহিদা রয়েছে। যেমন- কালো জাদু ও তন্ত্র-মন্ত্রে মানুষের হাড় ব্যবহার করা হয়, চিকিৎসাশাস্ত্র ও গবেষণায় কঙ্কালের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়াও কালোবাজারে বিক্রি ও বিদেশে পাচারের উদ্দেশ্যেও কঙ্কাল চুরি হয়ে থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুবিনা সুলতানা বলেন, “এই ধরনের অপরাধ শুধু আইনগত নয়, এটি একটি সামাজিক সংকট। প্রশাসনের পাশাপাশি সমাজকেও এ বিষয়ে সচেতন হতে হবে।”
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, “কঙ্কাল চুরির ঘটনায় মানিকগঞ্জে কোন মামলার রেকর্ড নেই। এসব ঘটনায় কাউকে কখনো গ্রেফতারও করা হয়নি। তবে গতকালকের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। “
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে।
৩৩ মিনিট আগেপাবনা র্যাবের অভিযানে ৬ ঘন্টার প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অপহরণকারী গ্রেফতার করা হয়েছে।
৩ ঘণ্টা আগেগ্রামীণ জনগণের দোরগোড়ায় সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করতে পঞ্চগড়ে সফলভাবে এগিয়ে চলেছে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প।
৩ ঘণ্টা আগেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে প্রায় সোয়া ৮ টাকায় ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
৪ ঘণ্টা আগেগত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে।
পাবনা র্যাবের অভিযানে ৬ ঘন্টার প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অপহরণকারী গ্রেফতার করা হয়েছে।
গ্রামীণ জনগণের দোরগোড়ায় সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করতে পঞ্চগড়ে সফলভাবে এগিয়ে চলেছে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে প্রায় সোয়া ৮ টাকায় ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।