জামালপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ, আটক ৪

প্রতিনিধি
জামালপুর
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জামালপুর জেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। জেলার ইসলামপুর ও সরিষাবাড়ী উপজেলায় পরিচালিত এই অভিযানে মোট ১৩ হাজার ১০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়।

অভিযান দুটি পরিচালনা করেন সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন এবং পুলিশ সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। জব্দকৃত চালগুলো সরকারি ভিজিএফ এবং অন্যান্য কর্মসূচির আওতায় বিতরণের কথা থাকলেও তা অবৈধভাবে মজুত ও বাজারজাত করা হচ্ছিল।

রোববার (০১ জুন) দিবাগত রাত ২টার দিকে ইসলামপুর পৌরসভার গাঁওকুড়া এলাকায় অবস্থিত মা রাইস মিলের একটি গুদামে অভিযান চালিয়ে ২০৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ১০ হাজার ৩০০ কেজি চাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আহসান, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান, এবং ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ।

আটক করা হয়েছে ওই মিলের ভাড়াটে ব্যবসায়ী আরিফ মিয়াকে। তিনি দীর্ঘদিন ধরে সরকারি চাল বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় ভরে বাজারে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ বলেন, রাত ১টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল অভিযানে অংশ নেয় এবং অবৈধ মজুদকৃত চাল জব্দ করে।

২

ইউএনও তৌহিদুর রহমান বলেন, আরিফ মিয়া দাবি করেছেন তিনি চালগুলো কিনেছেন কিন্তু বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাই গোডাউন সিলগালা করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে রোববার (১ জুন) রাতে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা রেলক্রসিং সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে ৫৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ২৮০০ কেজি চাল জব্দ করা হয়। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন—উপজেলার রঘুনাথপুর এলাকার আশিক মিয়া, শাওয়ান আলীর ছেলে মো. শান্ত এবং সানাকৈর গ্রামের রায়হান মিয়া।

অভিযানে নেতৃত্ব দেন তারাকান্দি সেনা ক্যাম্প (২৬ বীর)-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাবিদ আলী। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এবং সরিষাবাড়ী থানার এসআই ফখরুল।

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রাপ্ত চাল বস্তা পরিবর্তন করে বিক্রির জন্য ইজিবাইকে করে পাচারের প্রস্তুতি চলছিল। ঠিক সে সময় চালগুলো জব্দ এবং অভিযুক্তদের আটক করা হয়।

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, “উদ্ধারকৃত চাল ও আটককৃত তিনজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতারকৃত জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে (৭৯) কারাগারে প্রেরণ করেছে আদালত।

৯ ঘণ্টা আগে

পঞ্চগড়ের আটোয়ারী ও সদর উপজেলায় পুকুর ও ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী মন্ডলহাট বলরামপুর, চুচুলী পটেশ্বরী ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুঁটকিপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

১০ ঘণ্টা আগে

জামালপুর একটি শান্তিপূর্ণ জেলা। তবে মাঝে মধ্যে জেলায় মাজার ভাঙার সুর এসেছে এবং এখনো আসতেছে। আমরা সজাগ আছি এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনারাও সজাগ থাকবেন। । এখানে কিছু ধর্ম ব্যবসায়ী আছে যারা উসকানি দিয়ে থাকেন ব্যবসা টিকিয়ে রাখার জন্য। তারা সবসময় জামালপুরকে অশান্ত রাখতে চায়

১২ ঘণ্টা আগে

রেমিট্যান্স যোদ্ধা হিসাবে দেশে যেখানে আমার সর্বোচ্চ সম্মান পাওয়ার কথা থাকলেও আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের একজন দায়িত্বশীল ওসি সাহেবের প্রত্যক্ষ ইন্ধনে সাবেক স্ত্রীর দ্বারা বে-আইনিভাবে নির্যাতনের শিকার হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি

১৩ ঘণ্টা আগে