ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবি: সংগৃহীত

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত হয়েছেন। সুলতান হোসেন খান (৪৫) নামের ওই নিহত ব্যক্তি বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের বাসিন্দা।

জানা যায়, নিহত ব্যক্তি পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, ঘটনার ২১ দিন পর শনিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান হোসেন খান মৃত্যুবরণ করেছেন।

ওসি আরও জানান, এ ঘটনায় পূর্বের দায়েরকৃত মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে। পূর্বের মামলায় নিহতের বড় ভাই শাহজাহান খান ও ভাতিজা রুবেল খান বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

পূর্বের মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমির বন্টন সংক্রান্ত বিরোধের জেরধরে গত ৫ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে শাহজাহান খান ও তার ছোটভাই সুলতান হোসেন খানের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে শাহজাহানের ছেলে রুবেল খান চাচা সুলতান হোসেন খানকে শাবল দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেন।

পরে ওই রাতেই আহত সুলতান খানকে প্রথমে বানারীপাড়া উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত ৬ এপ্রিল সুলতান হোসেন খানের বোন নাসিমা বেগম বাদি হয়ে বড় ভাই শাহজাহান খান, তার ছেলে রুবেল খান, ভাতিজার স্ত্রী লামিয়া আক্তার, বোন নিলুফা বেগম, মারুফা বেগম, বোনজামাতা মোশারফ হোসেন ও শাহ আলমকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি শাহজাহান খান, রুবেল খান ও লামিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

পরবর্তীতে লামিয়া জামিনে বের হলেও শাহাজান খান ও তার ছেলে রুবেল খান বরিশাল জেলহাজতে রয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি।

১০ ঘণ্টা আগে

কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় অবস্থিত মেসার্স এম এম ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ইটভাটাটি চিমনি ও কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

১০ ঘণ্টা আগে

একটি দুটি নয়- পানির মধ্যে এভাবে সাঁতার কেটে বেড়াচ্ছে অসংখ্য বিপন্নপ্রজাতির কচ্ছপের বাচ্চা। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কৃত্রিম প্রজন্মের মাধ্যমে জন্ম হয়েছে মহা বিপন্ন প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা'র।

১১ ঘণ্টা আগে