মানিকগঞ্জে বৃদ্ধ ও স্কুলছাত্রসহ তিন হত্যা

প্রতিনিধি
মানিকগঞ্জ
Thumbnail image
প্রতীকী ছবি

মানিকগঞ্জে একদিনে পৃথক তিনটি সহিংস ঘটনায় গৃহবধূ, স্কুলছাত্র ও বৃদ্ধসহ তিনজন প্রাণ হারিয়েছেন। সোমবার (১৯ মে) জেলার শিবালয়, সিংগাইর ও সাটুরিয়ায় ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডগুলোতে এলাকায় চরম উত্তেজনা, আতঙ্ক এবং শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পৃথক পৃথক মামলার প্রস্তুতি নিয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

শিবালয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ভাওর গ্রামে সোমবার রাতে নিজ ঘর থেকে ফুলমতি বেগম (৪৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পরিবার আত্মহত্যা দাবি করলেও এলাকাবাসী ও প্রতিবেশীদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যা।

স্থানীয়দের ভাষ্য, পারিবারিক কলহের জেরে তাকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা প্রমাণের জন্য ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পরপরই পুলিশ ফুলমতির স্বামী সকেল উদ্দিন (৫২), ছেলে সুমন মিয়া (৩০) ও প্রতিবেশী সেলিমা বেগমকে (৪০) আটক করেছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “ঘটনাটি আত্মহত্যা না হত্যা, তা জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে।”

সিংগাইরে কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র খুন

সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর এলাকায় সোমবার রাত ৮টার দিকে রাহুল ইসলাম খান (১৫) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নিহত রাহুল মেদুলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাহুল বন্ধুদের সঙ্গে রাস্তায় গল্প করছিলেন। এ সময় কামুড়া গ্রামের কিশোর গ্যাংয়ের সদস্যরা পূর্ব বিরোধের জেরে তাদের ওপর হামলা চালায়। অন্যরা পালিয়ে গেলেও রাহুলকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সাটুরিয়ায় জমির গাছ কাটাকে কেন্দ্র করে চাচা খুন

সাটুরিয়া উপজেলার তেবারিয়া গ্রামে জমির কাঁঠাল গাছ কাটাকে কেন্দ্র করে সেনা সদস্য ভাতিজা মো. হোসেন মিয়ার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তার চাচা ফজল হক (৬০)। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কয়েকদিন পর সোমবার সকালে তার মৃত্যু হয়।

জানাজা শেষে ফজল হকের দাফন সম্পন্ন হয়েছে। তার পরিবারের সদস্যরা ঘাতক ভাতিজাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে।

৩৩ মিনিট আগে

পাবনা র‍্যাবের অভিযানে ৬ ঘন্টার প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অপহরণকারী গ্রেফতার করা হয়েছে।

৩ ঘণ্টা আগে

গ্রামীণ জনগণের দোরগোড়ায় সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করতে পঞ্চগড়ে সফলভাবে এগিয়ে চলেছে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প।

৩ ঘণ্টা আগে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে প্রায় সোয়া ৮ টাকায় ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

৪ ঘণ্টা আগে