নরসিংদীতে বাড়ছে নানা অপরাধ

প্রতিনিধি
Thumbnail image
ছবি: সংগৃহীত

নরসিংদীতে বেড়েছে অস্ত্রের ঝনঝনানি। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে অস্ত্রবাজরা। তবে অস্ত্র উদ্ধারে তেমন কোন তৎপরতা নেই আইন শৃঙ্খলা বাহিনীর। অন্যান্য বছরের তুলনায় হত্যাকাণ্ড কিছুটা কমলেও চাঁদাবাজি, চুরি,ছিনতাই,ডাকাতিসহ বেড়েছে নানা অপরাধ। অপরাধ অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় যন্ত্রণায় একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে জেলাবাসী। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই বলেছেন, কোথাও বিচার পাওয়া যাচ্ছে না। এদিকে রাজনৈতিক দ্বন্দ্বের পাশাপাশি গোষ্ঠীগত দ্বন্দ্ব দিন দিন আরো প্রকট হচ্ছে। এর শেষ কোথায়, কেউ জানে না । মুখ খুলে কষ্টের কথা বলা-ই যাচ্ছে না। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ পড়েছে আরো বেকায়দায় । গত ০৫ আগস্টের পর হতে এক বছরে জেলায় খুন হন ২১ জন। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর খুনের ঘটনা কমলেও চাঁদাবাজিসহ বেড়েছে অন্যসব অপরাধ। এমন অভিযোগ করেছেন স্থানীয় রাজনীতিবীদ, ব্যবসায়ী ও পেশাজীবীসহ সাধারণ মানুষ ।

গত ৭ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নরসিংদী ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলায় প্রতিবছর গড়ে ৫৪টি খুনের ঘটনা ঘটেছে; সেখানে নরসিংদীতে এ সংখ্যা ৭৫। অর্থাৎ ঢাকা রেঞ্জের অন্যান্য জেলার তুলনায় নরসিংদীতে খুনের ঘটনা প্রায় দেড়গুণ। তবে ০৫ আগস্টের পর গত এক বছরে নরসিংদীতে খুন হয়েছে ২১ জন। সে তুলনায় নরসিংদীতে এবার হত্যাকাণ্ড কমেছে।

নরসিংদী বড় বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, ভেবেছিলাম ০৫ আগস্টের পরে অপরাধ কমবে। কমেনি বরং বেড়েছে। প্রায় প্রতিদিনই চাঁদা দিতে হয়। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজার কমিটির সভাপতি বাবুল সরকারের গদিতে যেখানে হামলা হয় সেখানে আমাদের নিরাপত্তা কতটুকু আছে আপনিই তা বিবেচনা করেন।

সদর উপজেলার শিলমান্দী গ্রামের এক গৃহবধূ জানান, জমি ক্রয় করে গত দুই বছর ধরে তিনি সেখানে বাড়ি করেছেন। ০৫ আগস্টের পর তাকে ৪০ হাজার টাকা চাঁদা দিতে হয়েছে। তার স্বামীকে কয়েকবার ধরে নিয়ে গেছে চাঁদাবাজরা। সন্ধ্যার পর ঘরের উপর ঢিল ছোড়ে ভয়ভীতি দেখায় তারা। চাহিদামতো টাকা দিতে না পারলেই বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এমন অসহনীয় অবস্থায় ভুক্তভোগীরা বিচার চাইতেও ভয় পাচ্ছেন।

তিনি ছাড়াও গ্রামের সাধারণ মানুষের অভিযোগ চোর ডাকাত এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। গরু চুরি থেকে শুরু করে ঘরের বাইরে কোনো কিছুই রাখা যাচ্ছে না। জনপ্রতিনিধি না থাকায় এসব কথা কারো কাছে বলতেও পারছি না। থানা পুলিশকে অবহিত করা হয়েছে কিনা জানতে চাইলে ভুক্তভোগীরা জানান, পুলিশের সাথে রয়েছে তাদের নিদারুণ সখ্যতা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরে ব্যাপক হারে চাঁদাবাজি ও লুটপাট বেড়েছে উল্লেখ করে তারা আরো বলেন, গত বছরের ৫ আগস্টের পর নরসিংদী শহরসংলগ্ন শিলমান্দী, পাঁচদোনা ও মাধবদী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির অঙ্গসংগঠনের তিনজন খুন হয়েছেন। তাঁদের একজন পাঁচদোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলম মিয়া। গত বছরের ১৮ ডিসেম্বর বিএনপি ও যুবদলের দুই নেতার সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আলম নিহত হন।

গত ১৭ জানুয়ারি শেখেরচর-বাবুরহাট বাজারের নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের দুই নেতার সমর্থকদের সংঘর্ষে মঞ্জু মিয়া নামের এক তরুণ নিহত হন। যে দুই নেতার বিরোধের জেরে মঞ্জু নিহত হন, তাঁরা হলেন মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম (বাবলা) এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন।

গত ১৫ জুন সন্ধ্যায় পলাশ বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের একজন ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন (২৬) চিকিৎসাধীন থাকা অবস্থায় ২১ জুন মারা যান।

গত ০১ জুলাই নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে ট্রেডি লাইসেন্স আনতে গিয়ে খুন হন এক ব্যবসায়ী। নিহতের নাম শাহীন মিয়া (৩২) উপজেলার মির্জানগর ইউনিয়নের মেঝেরকান্দি গ্রামের খালেক মিয়ার ছেলে। তিনি হাসনাবাদ বাজারে স্যানিটারি পণ্যের ব্যবসা করতেন।

স্থানীয় ব্যক্তিরা জানান, শিলমান্দী, পাঁচদোনা ও মাধবদী ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থল। অন্যতম বড় পাইকারি হাট শেখেরচর বাবুরহাটের অবস্থানও এই অঞ্চলে। পুরোনো এই হাটের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় প্রভাবশালীদের মধ্যে দ্বন্দ্ব আছে। ৫ আগস্টের পর এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সংঘাতে জড়িয়ে পড়েছেন। বাবুর হাটে দোকানে দোকানে চাঁদা চাচ্ছে চাঁদাবাজরা। চাঁদা না দিলে দোকানপাট বন্ধ রাখতে হুমকি দিচ্ছে। হানা দিচ্ছে মিল কারখানাগুলোতে। চাহিদামতো চাঁদা না দিলেই কারখানা বন্ধ করার হুমকি দিচ্ছে।

সম্প্রতি অপরাধের মাত্রা বেড়ে যাওয়ার জন্য সমন্বয়হীনতার অভাব, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করছে ভুক্তভোগীরা। এছাড়া রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে চরম অস্থিরতা ও দলীয় কোন্দল এবং আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতার অভাবই দায়ী মনে করছেন সচেতন মহল। মাদক সিন্ডিকেট, বালু মহল ও জমি দখলের ভাগাভাগি নিয়েও পরিস্থিতির অবনতি ঘটছে।

এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। চরম নিরাপত্তাহীন এই জেলার এমন অবস্থা কোনোভাবেই মেনে নেয়া যায় না। চোখকান খোলা রেখে এ অন্ধকার থেকে বের হয়ে আসার পথ খোঁজার চেষ্টা করছেন অনেকে।

নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক বাবু নিবারণ রায় বলেন, কাগজে কলমে আইনশৃঙ্খলা কমিটিতে অপরাধের যে সংখ্যা দেখানো হয়, তা মোটেও সত্য নয়। কারণ যে পরিমাণ অপরাধ সংঘটিত হয় তা সঠিকভাবে রেকর্ড করা হয় না। তিনি বলেন, এই জেলায় আগে টেঁটা যুদ্ধ হতো এখন দিন দুপুরে গুলি করে মানুষ মারা হচ্ছে। সর্বসাধারণের পাশাপাশি আমরা কেউই নিরাপদ নই।

নরসিংদীর পুলিশ সুপার আবদুল হান্নানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি নিখাদ খবরকে বলেন, আইন শৃঙ্খলার উন্নয়নে কাজ করে যাচ্ছি। গত এক মাসে রায়পুরা থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এমন অভিযান জেলাব্যাপী অব্যাহত রয়েছে। কোন অপরাধিকেই ছাড় দেয়া হবে না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

ভোরে সড়কের পাশে তাঁদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এদের একজনের মাথা থেতলে গেছে। পরে থানায় খবর দেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান

১৩ মিনিট আগে

বাংলাদেশে মাছ উৎপাদনে বিপ্লব ঘটেছে। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের পুষ্টি চাহিদা পূরণসহ অর্থনৈতিক উন্নয়নে মাছ চাষ ও উৎপাদন বড় অবদান রাখছে

৩৫ মিনিট আগে

আয়োজকরা অভিযোগ করেন, বহির্বিশ্বের চাপিয়ে দেওয়া নানা সিদ্ধান্তে দেশের অর্থনীতি ও শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্রও চলছে। বক্তারা বলেন, জনগণকে সংগঠিত করে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে

২ ঘণ্টা আগে

মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন ও মনোরম পরিবেশে বই পড়ার ব্যবস্থার জন্য লাইব্রেরির নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। এছাড়াও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্জ্য রিসাইক্লিন ব্যবস্থা কার্যক্রমের উদ্বোধন করা হয়

২ ঘণ্টা আগে