পাবনায় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, ৯ পরিবহনকে জরিমানা

প্রতিনিধি
পাবনা
Thumbnail image

ঈদের ছুটি শেষে পাবনায় বিভিন্ন রুটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৭টি বাস ও ২টি সিএনজিচালিত অটোরিকশাকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা শহর ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্বে দেন অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান। তাঁকে সহযোগিতা করে সেনাবাহিনী।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে যানবাহনগুলোতে যাত্রীর চাপ তৈরি হয়েছে। আর এ সুযোগে পরিবহনমালিকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যাত্রীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। পাবনা থেকে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় চলাচলকারী কয়েকটি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেছে। অনেক বাসের কাউন্টারে টিকিটের মূল্য না লিখেই ভাড়া আদায় করতে দেখা যায়।

এসব কারণে মাছরাঙা ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস কাউন্টারকে ১০ হাজার, সরকার ট্রাভেলসকে ২ হাজার ও কিংস ট্রাভেলসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গাড়িতে মূল্যতালিকা না রাখায় মহানগর ও রিলাক্স পরিবহনকে ৪ হাজার করে মোট ৮ হাজার টাকা, ৬৩০ টাকার ভাড়া ৭০০ টাকা নেওয়ায় দুই টিকিট কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জেলার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাটমুখী দুটি সিএনজিচালিত অটোরিকশা অতিরিক্ত ভাড়া আদায় করায় ৪ হাজার করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব পরিবহন থেকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মাহমুদ হাসান বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় বড় অপরাধ। এমন অপরাধ রোধ ও যাত্রীদের সেবায় এ অভিযান চালানো হয়েছে। ঈদের ফিরতি যাত্রা শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ির জেলার ভারপ্রাপ্ত প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আইন ও নিয়ম অনুযায়ী পরবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে।

৩৩ মিনিট আগে

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর জঙ্গল থেকে অধীর সূত্রধর (৬৫) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৫ ঘণ্টা আগে

বাগেরহাটের মোংলায় থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ই মে) উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুলমাঠে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৫ ঘণ্টা আগে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষে গুলিতে ফিরোজ তালুকদার পলাশ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

১৫ ঘণ্টা আগে