বাগেরহাটে শিল্পকারখানায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭

কোটি টাকার মালামাল উদ্ধার

প্রতিনিধি
বাগেরহাট
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে হ্যামকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এ্যানজিন মেটাল ইন্ডাস্ট্রিজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় কোটি টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৭ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ডাকাতির সাথে জড়িত সন্দেহে ফকিরহাট থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

বুধবার (৯ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।

তিনি জানান, গত ৪ জুলাই গভীর রাতে মুখোশধারী ডাকাতরা ফকিরহাট টাউন নওয়াপাড়ার ওই প্রতিষ্ঠানে হানা দেয়। গোডাউনের প্রহরীদের বেঁধে রেখে তারা প্রায় ১০ টন অ্যালুমিনিয়াম বার, ১ টন কপার এবং ১ টন কপার ক্যাবল নিয়ে যায়। যার বাজারমূল্য এক কোটি দুই লাখ দশ হাজার টাকা।

মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে ডাকাতিকৃত মালসহ দুইজনকে আটক করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।

ডাকাতি হওয়া মালামালের সব পুলিশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এতে ব্যবসায়ী মহলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রথম স্মারকগ্রন্থ ‘উজ্জীবন’ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে প্রকাশিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি প্রকাশনাটি প্

২ দিন আগে

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফ থেকে ৯ বাংলাদেশি জেলে অপহরণ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শাহপরীর দ্বীপের নিকটস্থ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারের পর ফেরার পথে এই ঘটনা ঘটে।

২ দিন আগে

রাজশাহীতে ভারতীয় আধিপত্যবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে অনুষ্ঠিত লং মার্চ ও ঘেরাও কর্মসূচি পুলিশের কঠোর ব্যারিকেডের কারণে সফল হয়নি। ‘জুলাই ৩৬ মঞ্চ’ আহ্বানিত এই কর্মসূচি ভদ্রা মোড় থেকে শুরু হলেও হাই কমিশন কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগে পুলিশ বাধা দিয়ে মিছিল আটকে দেয়।

২ দিন আগে

নীলফামারীতে অনুমতি ছাড়া মাটি ব্যবহার ও পরিবেশ লঙ্ঘনের অভিযোগে তিনটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২ দিন আগে