অস্তিত্বহীন প্রকল্পের অনুকূলে অর্থ বরাদ্দের সত্যতা পেয়েছে দুদক

প্রতিনিধি
খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: সংগৃহীত

অস্তিত্বহীন প্রকল্পের নামে সরকারি অর্থ আত্নসাতের অভিযোগের প্রেক্ষিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্ণীতি দমন কমিশন (দুদক) রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের এক এনফোর্সমেন্ট ইউনিট।

বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনায় দুদক টীম পরিষদের নির্বাহ কর্মকর্তা ও পরিষদের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজের নিকট হতে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেন।

দুদক সূত্র জানায়, অভিযোগের আলোকে অস্তিত্বহীন প্রকল্পের নামে বরাদ্দকৃত সরকারি অর্থ আত্নসাতের সত্যতা পেয়েছে দুদক। তবে ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ জানান, অর্থ বরাদ্দে অনিয়মের সংবাদ প্রকাাশিত হওয়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশক্রমে অর্থ বরাদ্দ স্থগিত রয়েছে।

জানা যায়, গত ২৫ মার্চ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়-১ শাখার উপ-সচিব মোহাম্মদ নাহিদ ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধিন ২য় পর্যায়ে ৩কোটি ১২লাখ ৫০হাজার টাকা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানে আপদকালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্য ১৯৫ ব্যক্তি/প্রতিষ্টানের বিপরীতে অর্থ বরাদ্দ দেয়া হয়। যার মধ্যে ৯৬জন চাকমা সম্প্রদায়ের অনুকূলে ২ কোটি ৩২লাখ ৬০ হাজার টাকা, ৪০জন মারমা উপজাতির বিপরীতে ২১লাখ ৭০ হাজার, ৩৬জন বাঙালির মধ্য মুসলিম বাঙালির মধ্য ৪৭লাখ ১০ হাজার টাকা ও হিন্দু সম্প্রদায়ের অনুকূলে মাত্র ১ লক্ষ ৩০ হাজার টাকা ও ৭জন ত্রিপুরা উপজাতির বিপরীতে ৯লক্ষ ৮০হাজার টাকা অর্থ বরাদ্দ দেয়া হয়। তালিকা পর্যবেক্ষনে দেখা যায়, মোট বরাদ্দের ৭৩.০৯% চাকমা সম্প্রদায়ের জন্য বরাদ্দ দেয়া হয়। এ নিয়ে চরম ক্ষোভ সৃষ্টি হয় জনমনে।

এ নিয়ে দৈনিক নিখাদ খবর পত্রিকায় গত ২৭ মার্চ থেকে পরপর তিনটি প্রতিবেদন প্রকাশিক হয়।

এদিকে বৈষম্যমূলক বরাদ্দ বাতিলের দাবীতে গত ২৯ মার্চ খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্মুখে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও বিক্ষুব্ধ মারমা জনগোষ্ঠি। মানববন্ধনে বক্তারা আগামী ৫এপ্রিলের মধ্যে অর্থ ও খাদ্যশস্যের তালিকা বাতিল করে নুতনভাবে সুষম বন্টনের উদ্যোগ না নিলে পার্বত্য চট্টগ্রমের প্রধানতম সামাজিক উৎসব বৈসাবি র্বজনসহ কঠোর কর্মসূচির হুশিয়ারী দিলেও পরে তা প্রত্যাহার করে নেয় সংগঠনগুলো।

এ বিষয়ে জানতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার মহালছড়ি উপজেলা সফর করেছেন।

১২ মিনিট আগে

রংপুরে বাল্যবিয়ে নিরসনে প্রান্তিক জনগোষ্ঠিসহ অংশীজনদের মতামত নিয়ে তৈরি নির্দেশিকা ‘অ্যাডভোকেসি টুলকিট’ এর মোড়ক উন্মোচন হয়েছে।

৩২ মিনিট আগে

ভিসা প্রতারণার ফাঁদে পরে সাড়ে আঠারো লাখ টাকা খুঁইয়ে প্রতারকের বাড়িতে অনশন করেছেন এক সিঙ্গাপুর ফেরত প্রবাসী যুবক।

১ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ একজন শিক্ষার্থীকে ভালো মানুষ বানানোর প্রথম স্তর। আমরা আশা করি, সুশাসিত বাংলাদেশ গড়ার কাজ এখান থেকেই শুরু হয়েছে এবং ভবিষ্যতে তা আরো জোরালো হবে। তখনই দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্ভব হবে

২ ঘণ্টা আগে