দুই বান্ধবীর একসঙ্গে বিষপান, একজনের মৃত্যু

প্রতিনিধি
রাঙামাটি
Thumbnail image
বামপাশে মৃত রিনা চাকমা, পাশে গুরুত্বর অসুস্থ বৈশাখী চাকমা। ছবি: নিখাদ খবর

রাঙামাটি শহরের চম্পকনগর এলাকায় একসঙ্গে কীটনাশক (বিষ) পান করেন দুই বান্ধবী। এতে একজন মারা যান। অন্যজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মৃত তরুণীর নাম রিনা চাকমা (২০)। অপরজন বৈশাখী চাকমা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার জ্ঞান ফিরেছে। কী কারণে দুই বান্ধবী এমনটি করলেন তা জানা যায়নি।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান।

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, শহরের চম্পক নগর এলাকায় ফ্ল্যাটের একটি কক্ষে ভাড়ায় থাকতো বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নের বগাছড়ি গ্রামের শান্তি বিকাশ চাকমার কন্যা রীনা চাকমা। শুক্রবার সকালের দিকে শহরের চক্রপাড়া এলাকা থেকে তার বান্ধবী বৈশাখী চাকমা ওই ভাড়া বাসায় যায়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কক্ষে দুজনেই এক সাথে কীটনাশক বিষ পান করে। এক পর্যায়ে একই বাড়ির অন্য ভাড়াটিয়ার মাধ্যমে জানাজানি হলে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজনকে চিকিৎসা দেওয়ার এক পর্যায়ে রীনার অবস্থা অবনতি হওয়ায় তাকে শনিবার (৩০ আগস্ট) সকালের দিকে চট্টগ্রামে পাঠানো হলে পথিমধ্যে মরা যায়। বৈশাখীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে হাসপাতালে পাঠানো হয়। বৈশাখী বাঘাইছড়ি উপজেলার সার্বোয়াতলী ইউনিয়নের মৃত রাজেশ্বর চাকমার মেয়ে ।

বৈশাখী চাকমার আপন পিসি নিহারিকা চাকমা বলেন, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে শুক্রবার বিকেলে তার বান্ধবীর বাড়িতে যান বৈশাখী চাকমা। রাতে জানাজানি হয় তারা দুই বান্ধবী মিলে বিষ পান করে হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালে এসে দেখি অচেতন অবস্থায় বৈশাখীকে হাসপাতালে ভর্তি করানো হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান বলেন, শুক্রবার রাতে বিষপান করা অবস্থায় দুই তরুণীকে জেনারেল হাসাপাতালে ভর্তি করানো হয়। তাদের শারীরিক অবস্থা খারাপ দেখে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে হাসপাতালে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়। শনিবার সকালে রীনা চাকমাকে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান। এছাড়াও শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য বৈশাখী চাকমাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রথম স্মারকগ্রন্থ ‘উজ্জীবন’ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে প্রকাশিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি প্রকাশনাটি প্

৫ ঘণ্টা আগে

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফ থেকে ৯ বাংলাদেশি জেলে অপহরণ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শাহপরীর দ্বীপের নিকটস্থ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারের পর ফেরার পথে এই ঘটনা ঘটে।

৫ ঘণ্টা আগে

রাজশাহীতে ভারতীয় আধিপত্যবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে অনুষ্ঠিত লং মার্চ ও ঘেরাও কর্মসূচি পুলিশের কঠোর ব্যারিকেডের কারণে সফল হয়নি। ‘জুলাই ৩৬ মঞ্চ’ আহ্বানিত এই কর্মসূচি ভদ্রা মোড় থেকে শুরু হলেও হাই কমিশন কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগে পুলিশ বাধা দিয়ে মিছিল আটকে দেয়।

৬ ঘণ্টা আগে

নীলফামারীতে অনুমতি ছাড়া মাটি ব্যবহার ও পরিবেশ লঙ্ঘনের অভিযোগে তিনটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৬ ঘণ্টা আগে