সাতক্ষীরায় সাংবাদিকের জামায়াত নেতাদের হামলা

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সাংবাদিকদের উপর জামায়াত নেতাদের নেতৃত্বে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তালা হাসপাতালে জরুরি বিভাগের সামনে এই হামলার ঘটনা ঘটে।

এর আগে রাস্তা সংস্কার নিয়ে দুপুরে উপজেলার রহিমাবাদ গ্রামে হামলার ঘটনা ঘটেছিল।

হামলায় আহত হয়েছেন তালার সাংবাদিক মোস্তাফিজুর রহমান রাজুর মা রমেছা বেগম।

তিনি বর্তমানে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ।

সাংবাদিক মোস্তাফিজুর রহমান রাজু জানান, গ্রামের মধ্যে একটি রাস্তা সংস্কার নিয়ে দুপুরের পর বৈঠক বসানো হয়েছিল। সেখানে সাত্তার মোড়ল ও আনিছ মোড়ল রাস্তা করতে দিতে অস্বীকৃতি জানায়। আমার বাবা প্রতিবাদ করলে বাবা-মা এবং আমাকে দলবল নিয়ে মারপিট করে। হামলাকারীরা সবাই জামায়াতের কর্মী ও সমর্থক।

এদিকে, সাংবাদিক খাঁন নাজমুল হুসাইন শুক্রবার তালা হাসপাতালে রাজুর মাকে দেখতে এবং সংবাদ সংগ্রহের জন্য গেলে পৌঁছানোর মাত্রই পুনরায় হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিক খাঁন নাজমুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি সহকর্মী রাজুর মাকে দেখা ও তথ্য সংগ্রহের জন্য হাসপাতালে যাওয়ার পরই জরুরি বিভাগের সামনে তালা সদর ইউনিয়নের জামায়াতের টিম সদস্য, চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মশিয়ার রহমান এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর নেতৃত্বে ২০-৩০ জন জামায়াত কর্মী-সমর্থক হঠাৎ হামলা চালায় এবং মারপিট করে। ৫ আগস্ট পরবর্তীতে যুব জামায়াতের রেন্টুর বিরুদ্ধে বিরোধপূর্ণ জমিজমা মীমাংসার নামে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগও রয়েছে।

হামলার বিষয়ে যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আমরা মীমাংসার জন্য গিয়েছিলাম। এই সময় সাংবাদিক নাজমুল ইসলামের সঙ্গে তর্কবিতর্ক ও সামান্য হাতাহাতি হয়েছে, মারপিটের ঘটনা ঘটেনি।

জামায়াত নেতা অ্যাডভোকেট মশিয়ার রহমান বলেন, সাংবাদিক নাজমুলকে আমি বলেছিলাম, এটি পারিবারিক বিষয়। ভিডিও করা বা পত্র-পত্রিকায় প্রকাশ করার দরকার নেই। এই সময় তর্ক হয়। তখন আমার সঙ্গে যারা ছিলেন তারা ক্যামেরা নেওয়ার চেষ্টা করেছিল, এতে সামান্য ধস্তাধস্তি হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুদ্দীন জানান, দুপুরে একটি ঘটনা ঘটেছিল। সেই জেরে সন্ধ্যায় আবার মারপিটের ঘটনা ঘটে। সাংবাদিককে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

ধানমণ্ডি শাখার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী নেত্রী জান্নাত আরা রুমী রাজধানীর হাজারীবাগে নারীদের হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

১ ঘণ্টা আগে

পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত নারী ফাহিমা আক্তারের স্বামী আরিফ হোসেন ঘটনাস্থল ত্যাগ করেছেন।

২ ঘণ্টা আগে

ঝিনাইদহে “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে শেষ হয়।

২ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুর শহরের হাতিখানায় অবস্থিত রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি বর্তমানে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয়রা নিয়মিত গৃহস্থালী আবর্জনা ফেলায় শহীদ মিনারে ময়লার স্তুপ জমে আছে। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং কুকুরের আনাগোনায় পরিবেশ আরও নোংরা হয়ে উঠেছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ

৩ ঘণ্টা আগে