চার মাসে দক্ষিণাঞ্চলে ৫৪৬ অপমৃত্যু

প্রতিনিধি
সুখেন্দু এদবর
Thumbnail image
প্রতীকী ছবি

বরিশাল তথ্য দক্ষিণাঞ্চলের ছয় জেলায় আত্মহত্যাসহ নানা অপমৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রথম চার মাসেই এ বিভাগে ৫৪৬টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে আত্মহত্যার ঘটনাই দুই শতাধিক। আত্মহননে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি।

বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এক পরিসংখ্যানে দেখা যায়, গত চার মাসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ১৩৫ জন, ৫২ জন বিষপান এবং অজ্ঞাত কারণে আরও একজনের অপমৃত্যু হয়েছে।

একই সময় পানিতে ডুবে মারা গেছে ১০৫ জন, বৈদ্যুতিক শক বা শর্টসার্কিটে ৩১ জন, ছাদ থেকে পড়ে ৬ জন এবং বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। অন্যান্য দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ৮ জন।

জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, সর্বাধিক ১২৪টি অপমৃত্যু ঘটেছে ভোলা জেলায়। এছাড়া পটুয়াখালীতে ১২১টি, বরগুনায় ৮৫টি, পিরোজপুরে ৭৮টি, বরিশালে ৩৫টি এবং ঝালকাঠী জেলায় ৩৪ জনের অপমৃত্যু হয়েছে।

এসময় বিভাগজুড়ে আত্মহত্যা বা দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় মাত্র ১০টি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।

শের-ই-বাংলা চিকিৎসা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের তথ্য অনুযায়ী, আত্মহত্যাকারীদের অন্তত অর্ধেক মানুষ মানসিক সমস্যায় ভুগছিলেন। কারও মধ্যে ছিল ক্লিনিক্যাল ডিপ্রেশন, আবার কেউ পারিবারিক কলহ বা আর্থিক চাপ।

বিশেষজ্ঞরা বলছেন, বরিশাল বিভাগের মত বৃহৎ একটি অঞ্চলে মানসিক স্বাস্থ্যসেবায় রয়েছে চরম ঘাটতি। পুরো বিভাগে বর্তমানে একজন মাত্র মানসিক রোগ বিশেষজ্ঞ সরকারি পর্যায়ে কর্মরত রয়েছেন, যা এই পরিস্থিতিতে ভয়াবহ সংকট নির্দেশ করে।

সংশ্লিষ্টদের মতে, আত্মহত্যা একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক সংকট। এর প্রতিরোধে শুধু পরিবার নয়, রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘মানসিক স্বাস্থ্য উপেক্ষিত থাকায় আত্মহত্যার হার বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, কর্মস্থল সব জায়গায় মানসিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

মানসিক চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আত্মহত্যা প্রতিরোধে সরকারি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে কাউন্সেলিং সেবা এবং জেলা পর্যায়ে মনোরোগ চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকর।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতারকৃত জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে (৭৯) কারাগারে প্রেরণ করেছে আদালত।

৯ ঘণ্টা আগে

পঞ্চগড়ের আটোয়ারী ও সদর উপজেলায় পুকুর ও ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী মন্ডলহাট বলরামপুর, চুচুলী পটেশ্বরী ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুঁটকিপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

১০ ঘণ্টা আগে

জামালপুর একটি শান্তিপূর্ণ জেলা। তবে মাঝে মধ্যে জেলায় মাজার ভাঙার সুর এসেছে এবং এখনো আসতেছে। আমরা সজাগ আছি এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনারাও সজাগ থাকবেন। । এখানে কিছু ধর্ম ব্যবসায়ী আছে যারা উসকানি দিয়ে থাকেন ব্যবসা টিকিয়ে রাখার জন্য। তারা সবসময় জামালপুরকে অশান্ত রাখতে চায়

১২ ঘণ্টা আগে

রেমিট্যান্স যোদ্ধা হিসাবে দেশে যেখানে আমার সর্বোচ্চ সম্মান পাওয়ার কথা থাকলেও আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের একজন দায়িত্বশীল ওসি সাহেবের প্রত্যক্ষ ইন্ধনে সাবেক স্ত্রীর দ্বারা বে-আইনিভাবে নির্যাতনের শিকার হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি

১৩ ঘণ্টা আগে