মাদারগঞ্জে অসুস্থ গরুর মাংস বিক্রি, জনমনে ক্ষোভ

প্রতিনিধি
জামালপুর
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৪: ৫৬
Thumbnail image
মাদারগঞ্জ উপজেলার রায়েরচর বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার রায়েরচর বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায়, মাদারগঞ্জ উপজেলা বিএনপির নেতা এবং বর্তমানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মিজানুর রহমান রতনের সহযোগিতা ও তার ইন্ধনে ভাই হানুর একটি অসুস্থ গাভির মাংস বিক্রি করায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ১২ মার্চ গরুটি বড়বাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে এরশাদ কসাইকে দিয়ে বাড়িতে জবাই করে বাজারে এনে দুর্গন্ধযুক্ত মাংস বিক্রি শুরু করেন। এতে এলাকার লোকজন প্রতিহত করতে না পেরে সাংবাদিকদের বিষয়টি জানান। সাংবাদিকরা ঘটনাস্থলে এসে দুর্গন্ধযুক্ত মাংস বিক্রি বন্ধ রাখতে অনুরোধ করেন।

এ সময় মাদারগঞ্জ উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা মিজানুর রহমান রতন তার লোকজন পাঠিয়ে জোরপূর্বক মাংস বিক্রি চালিয়ে যান। এলাকাবাসীর অভিযোগ, রমজানের দিন অসুস্থ গরু ও পচা মাংস খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। রমজানে এমন মাংস বিক্রি করায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রিজভী আহাম্মেদ জানান, ২০১১ সালের আইন অনুযায়ী অসুস্থ গরু জবাই করা বা তার মাংস বিক্রি করা দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে বিএনপি নেতা মিজানুর রহমান রতনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। পরে কথা বলব বলে ফোন কেটে দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে নিখোঁজ দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে উদ্ধার অভিযান দীর্ঘায়িত হলেও এখনও সফলতা মিলছে না। ফায়ার সার্ভিস জানিয়েছে, গর্তটির ব্যাসার্ধ মাত্র ৬–৮ ইঞ্চি হলেও গভীরতা প্রায় ২০০ ফুট, যা অভিযানের জটিলতা বাড়াচ্ছে। অক্সিজেন সরবরাহের চেষ্টা চলছে, তবে শিশুটিকে জীবিত উদ্ধার করার সম্ভ

২ দিন আগে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাফুরিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলনে মুসল্লিদের দান-মানতের পরিমাণ কোটি টাকার বেশি।

২ দিন আগে

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাসা থেকে নিজাম উদ্দিন (২৫) নামে এক প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে ফতুল্লার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের ভাড়া বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে নিজাম উদ্দিনের মরদেহটি উদ্ধার করা হয়।

২ দিন আগে

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনে বার্ধক্য ও ঠান্ডাজনিত কারণে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এছাড়া আরও অন্তত ৯ জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

২ দিন আগে