ময়মনসিংহে সিভিল সার্জনের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

প্রতিনিধি
ময়মনসিংহ
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৭
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম খানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা ও কর্মচারীরা জানান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) এর নেতা হিসাবে তিনি অনিয়ম করে আসছেন।

স্বাচিপ এর মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ ও তার সহোদর ভাই ফারুকের সাথে একত্র হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জালিয়াতি সার্টিফিকেটসহ বিভিন্ন অপকর্ম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন।

৫ আগষ্টের পর তিনি ভোলপাল্টে ড্যাব এর নেতা হিসাবে আত্মপ্রকাশ করেন। সিভিল সার্জন হিসাবে ময়মনসিংহে পদায়ন নিয়ে সিন্ডিকেট বাহিনী তৈরি করেন। যার মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে টাকা তোলেন। ড্যাবের নবনিবার্চিত কমিটির নামে প্রতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে বিপুল পরিমাণ টাকা চাঁদা দাবী করেন।

সেই সাথে একিই কর্মস্থলে ১০ বছরের অধিক কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা করে বিভিন্ন আলাদাভাবে আলোচনা করেন বদলীর বিষয়ে।

জানা গেছে, ডাক্তারসহ কাউকেই ছাড় দিচ্ছেন না । টাকা দিলে বদলী বাতিল করেন অন্যথায় বদলী করেন।

কর্মকর্তা কর্মচারিরা বলেন, আমরা চাই দেশের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে জেলার স্বাস্থ্য বিভাগের দূর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা ।

কর্মকর্তা ও কর্মচারীদের নির্ভয়ে কর্মস্থলে কাজ করার সুব্যবস্থা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সাংবাদিকদেরকে জানান যারা ১০/১২ বছর ধরে একই কর্মস্থলে কর্মরত তাদের বদলী করা হচ্ছে। কোন টাকা নেওয়া হয়নি। ১৩ টি উপজেলায় ২২০০ কর্মচারী রয়েছে তাদের খোঁজখবর নেন আপনারা। অনিয়ম ও দূর্নীতি এবং স্বাচিপের সদস্য বিষয়টি অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহা সাংবাদিকদের বলেন, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম খান এর বক্তব্য নেন। আমি উনার বিষয়ে কিছু জানি না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

রাসেল নামে এক যুবকের নামসহ অজ্ঞাত একজনকে আসামি করে মামলা করা হয়েছে। এতে মাজহারুল ইসলামের বাবা মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে

৯ ঘণ্টা আগে

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭০ হাজার ৫১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৮ জনের

১০ ঘণ্টা আগে

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে শাহবাগে কর্মসূচি পালন করছিলেন

১০ ঘণ্টা আগে

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে নিয়ে নীলফামারীতে শনিবার পালিত হলো জাতীয় সমবায় দিবস

১০ ঘণ্টা আগে