খুলনায় ৬০ লাখ টাকা চুরির ঘটনায় সিকিরেক্সের তানভীরের বিরুদ্ধে অভিযোগ

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ফাইল ছবি

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সিকিউরেক্স প্রাইভেট কম্পানীতে-এ ৬০ লাখ টাকা চুরির ঘটনায় মামলা হয়েছে। ২৯ মার্চ সিকিউরেক্স প্রা: লি: কোং খুলনা অফিসের এরিয়া ইনচার্জ তানভীর হোসেন নয়ন ৬০ লাখ টাকা চুরির অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত দুইজন কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ, ইনচার্জ তানভীর ইসলামী ব্যাংক ও ব্যাংক এশিয়া থেকে টাকা তুলে ব্যাংকের ৫২ টি বুথে টাকা লোড দিয়ে থাকে। গত ২৭ মার্চ বৃহস্পতিবার অফিসের এটিএম অফিসার রফিকুল ইসলাম ও নিরাপত্তা সুপারভাইজার শফিক, ও দায়িত্বরত সিকিউরিটি গার্ড মিলন সরদারের উপস্থিতিতে অফিসের ক্যাশরুমে ষাট লাখ টাকা রেখে আবারও তিনি ইসলামী ব্যাংকে যান টাকা আনতে। সন্ধ্যা পৌনে ৭টায় নিরাপত্তা সুপারভাইজার শফিক, ও সহ: সুপার ভাইজার আজিজ, এটিএম অফিসার ফারুক, ইমন, ইকবাল, ড্রাইভার নাহিদ ও আলামিন ফিরে এসে তাদের মধ্যে ইমন ও ইকবাল ক্যাশ প্রসেসিং রুমের তালা খুলে দেখে ক্যাশবাক্সের তালা খোলা টাকা নেই। পরবর্তীতে ইনচার্জ তানভীর হোসেন নয়ন অফিসের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাতনামা চোর ভিতরে ঢুকে তালা খুলে নগদ ষাট লাখ টাকা নিয়ে যায়। চোরকে সহায়তার জন্য দায়িত্বরত সিকিউরিটি, ড্রাইভার, এটিএম অফিসারসহ পাচজনের বিরুদ্ধেই অভিযোগ আনেন তিনি। তার ধারনা এদের যোগসাজশে টাকা চুরি হয়েছে। সন্দেহভাজন পাচজনকেই সোনাডাঙ্গা থানা পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে তিনজনকে ছেড়ে দেয়, আর বাকী দুজনকে রফিকুল ও রবিউলকে গ্রেফতার দেখায়। মহানগর মুখ্য হাকিমের আদালতে আসামিদের জামিন আবেদন করা হলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আসামীদের বক্তব্য, ইনচার্জ তানভীর হোসেন নয়ন টাকা চুরির নাটক সাজিয়ে আমাদেরকে জেলে দিয়েছে।

এ বিষয়ে তানভীর হোসেন নয়ন বলেন, আমি কারও নামে অভিযোগ করি নাই, তবে চুরির ঘটনায় এরা জড়িত থাকতে পারে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রথম স্মারকগ্রন্থ ‘উজ্জীবন’ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে প্রকাশিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি প্রকাশনাটি প্

১ দিন আগে

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফ থেকে ৯ বাংলাদেশি জেলে অপহরণ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শাহপরীর দ্বীপের নিকটস্থ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারের পর ফেরার পথে এই ঘটনা ঘটে।

১ দিন আগে

রাজশাহীতে ভারতীয় আধিপত্যবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে অনুষ্ঠিত লং মার্চ ও ঘেরাও কর্মসূচি পুলিশের কঠোর ব্যারিকেডের কারণে সফল হয়নি। ‘জুলাই ৩৬ মঞ্চ’ আহ্বানিত এই কর্মসূচি ভদ্রা মোড় থেকে শুরু হলেও হাই কমিশন কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগে পুলিশ বাধা দিয়ে মিছিল আটকে দেয়।

১ দিন আগে

নীলফামারীতে অনুমতি ছাড়া মাটি ব্যবহার ও পরিবেশ লঙ্ঘনের অভিযোগে তিনটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১ দিন আগে