ময়মনসিংহে বাস-পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রতিনিধি
ময়মনসিংহ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও হ্যান্ড ট্রলির সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান। ওসি জানান, শেরপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ‘জি কে পরিবহন’ নামের একটি বাস বেলা ১২টার দিকে তারাকান্দা উপজেলার বাগুন্দা নামকস্থানে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও হ্যান্ড ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। পরে হতাহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, বাসটির বেপরোয়া গতি ও সড়কের ভেজা অবস্থাই দুর্ঘটনার মূল কারণ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আতিকুর রহমান জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হওয়া এবং বাসের বেপরোয়া গতি এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ।

তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, নিহতদের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকে অভিযান চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত শুক্রবার একই উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর মশাল মিছিল থেকে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে।

১২ ঘণ্টা আগে

খবর পেয়ে নিউজ কভারেজের জন্য থানার সামনে মিডিয়া কর্মীরা পৌঁছলে তাদেরকেও থানার মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি।

১২ ঘণ্টা আগে

টাঙ্গাইলে সদ্য নিয়োগ পাওয়া আদালতের সরকারি আইন কর্মকর্তা (জিপি) বজলুর রহমান মিয়াকে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার কার্যালয়ে তালা দিয়েছেন আইনজীবীরা।

১২ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ঘণ্টা আগে