বগুড়া
বগুড়ার শাজাহানপুরে আলোচিত যুবদল নেতা হত্যাকাণ্ডের মামলায় জামিনে থাকা ছাত্রলীগের এক সাবেক নেতাকে ধাওয়া করে ধরে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডোমনপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
ধৃত ব্যক্তি শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ওরফে কাজল। তাঁর বাড়ি উপজেলার পারতেখুর মধ্যপাড়া গ্রামে। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকলেও তাঁর বিরুদ্ধে রয়েছে ২০২৩ সালের যুবদল নেতা ফোরকান আলী হত্যা মামলার অভিযোগ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আরিফুল ইসলাম উপজেলার খরনা বাজার এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাঁকে ধাওয়া দেন। আত্মরক্ষার্থে আরিফুল দৌড়ে পালিয়ে যান ডোমনপুকুর গুচ্ছগ্রামে। সেখান থেকে তাঁকে ধরে প্রকাশ্যে মারধর করেন বিএনপি নেতাকর্মীরা। পরে তাঁকে শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, “যুবদল নেতা ফোরকান হত্যাকাণ্ডে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তাঁর বিরুদ্ধে নতুন করে কোনো মামলা নেই। তবে জনতা যেহেতু তাঁকে আটক করে থানায় দিয়েছে, তাই আমরা প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নিচ্ছি।”
উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে বগুড়ার শাজাহানপুরে সংঘর্ষে যুবদল নেতা ফোরকান আলী নিহত হন। ওই ঘটনায় চলতি বছরের ১ নভেম্বর আদালতে হত্যা মামলা করেন তাঁর স্বজনরা। মামলায় আসামি করা হয় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগসহ ক্ষমতাসীন দলের একাধিক নেতাকর্মীকে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডোমনপুকুর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে আলোচিত যুবদল নেতা হত্যাকাণ্ডের মামলায় জামিনে থাকা ছাত্রলীগের এক সাবেক নেতাকে ধাওয়া করে ধরে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডোমনপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
ধৃত ব্যক্তি শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ওরফে কাজল। তাঁর বাড়ি উপজেলার পারতেখুর মধ্যপাড়া গ্রামে। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকলেও তাঁর বিরুদ্ধে রয়েছে ২০২৩ সালের যুবদল নেতা ফোরকান আলী হত্যা মামলার অভিযোগ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আরিফুল ইসলাম উপজেলার খরনা বাজার এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাঁকে ধাওয়া দেন। আত্মরক্ষার্থে আরিফুল দৌড়ে পালিয়ে যান ডোমনপুকুর গুচ্ছগ্রামে। সেখান থেকে তাঁকে ধরে প্রকাশ্যে মারধর করেন বিএনপি নেতাকর্মীরা। পরে তাঁকে শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, “যুবদল নেতা ফোরকান হত্যাকাণ্ডে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তাঁর বিরুদ্ধে নতুন করে কোনো মামলা নেই। তবে জনতা যেহেতু তাঁকে আটক করে থানায় দিয়েছে, তাই আমরা প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নিচ্ছি।”
উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে বগুড়ার শাজাহানপুরে সংঘর্ষে যুবদল নেতা ফোরকান আলী নিহত হন। ওই ঘটনায় চলতি বছরের ১ নভেম্বর আদালতে হত্যা মামলা করেন তাঁর স্বজনরা। মামলায় আসামি করা হয় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগসহ ক্ষমতাসীন দলের একাধিক নেতাকর্মীকে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডোমনপুকুর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফরিদপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ ।
১০ ঘণ্টা আগেসাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে নিজ জেলা কিশোরগঞ্জে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের ছবিতে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
১০ ঘণ্টা আগেটাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।
১১ ঘণ্টা আগেনিহত শিশুর বাবা মো. হাসান ও মা মোসা. সালমা বেগমসহ একই পরিবারের আরও সাতজন বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা
১৩ ঘণ্টা আগেফরিদপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ ।
সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে নিজ জেলা কিশোরগঞ্জে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের ছবিতে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।
নিহত শিশুর বাবা মো. হাসান ও মা মোসা. সালমা বেগমসহ একই পরিবারের আরও সাতজন বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা