সুন্দরবনে মুক্তিপণ পরিশোধ করলেও বাড়িতে ফিরতে পারেনি দুই জেলে

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
প্রতীকী ছবি

দাবিকৃত মুক্তিপণের টাকা পরিশোধ সত্ত্বেও সুন্দরবনের বনদস্যুদের হাতে অপহরণের শিকার দুই জেলে এখনও বাড়িতে ফিরতে পারেনি। মফিজুর রহমান(৪৫) ও আব্দুর রহিম(২৮) নামের দুই জেলেকে গত সপ্তাহে সুন্দরবনের ফিরিঙ্গি ও ডিঙিমারী এলাকা থেকে অপহরণ করা হয়। তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত নেছার শেখ ও আশরাফ আলী গাজীর ছেলে।

এদিকে মুক্তিপণ পরিশোধের পর পাঁচদিন অতিবাহিত হলেও অপহৃতরা স্বজনদের কাছে না ফেরায় উদ্বেগ উৎকন্ঠার মধ্যে রয়েছে তাদের পরিবার। তবে আগুনজ্বালা এলাকা হতে একই বাহিনীর হাতে অপহরণের শিকার রবিউল ইসলাম তিনদিন পর গতকাল রোববার বাড়িতে ফিরেছে।

জলদস্যুদের হাতে জিম্মি দুই জেলের স্বজনসহ তাদের সহযোগী জেলেরা জানায় গত সপ্তাহে মাছ শিকারে যাওয়ার পর দুলাভাই বাহিনীর পরিচয়ে একদল জলদস্যু মফিজুর ও আব্দুর রহিমকে অপহরণ করে। পরবর্তীতে উভয়ের মুক্তিপণ বাবদ ৩৫ ও ৪০ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে চারদিন পুর্বে জলদস্যুদের দাবিকৃত টাকা বিকাশে পরিশোধের পরও জিম্মি দুই জেলেকে ছাড়া হয়নি। ফিরে আসা জেলে রবিউল ইসলাম জানান, নয় সদস্যের জলদস্যু দলটি নিজেদের দুলাভাই বাহিনী হিসেবে দাবি করে। তবে ইতোপূর্বে গাজী বাহিনী পরিচয়দানকারী জলদস্যুদের আটজনকে নুতন পরিচয়ে দেখা গেছে। এসব জেলেদের দাবি দলনেতা পরিবর্তন করে একই দল নুতন বাহিনীর পরিচয়ে দস্যুতা করছে। খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবজাল ও তার শ্যালক একই উপজেলার রবিউল এই বাহিনীর নেতৃত্বে রয়েছে। এসব দস্যুরা বিগত ২০১৮ সালে র‌্যাবের হাতে অস্ত্র সমপর্ণ করে স্বাভাবিক জীবনে ফিরলেও আবারও তারা সুন্দরবনে সক্রিয় হয়ে উঠেছে। উক্ত বাহিনীর নয় সদস্যের প্রত্যেকে একটি করে অস্ত্র বহণ করছে বলেও অপহৃত জেলেদের ফিরে আসা এসব সহযোগীদেরকে নিশ্চিত করেছেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, অপহরণের শিকার জেলেদের স্বজনরা এসব বিষয় তাদের কাছ গোপন করে। বরং কাউকে কিছু না জানিয়ে জলদস্যুদের সাথে আপোস করে টাকার বিনিময়ে স্বজনদের ফিরে পাওয়ার চেষ্টা চালায়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি মো. হুমায়ুন কবীর মোল্যা জানান, এ বিষয়ে অপহরণের শিকার জেলেদের স্বজনরা তাদের কাছে কোন ধরনের অভিযোগ করেনি। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তারা গোপন সমঝোতায় স্বজনদের মুক্তির চেষ্টা চালিয়ে থাকে।তবে সুন্দরবনের ভিতরে অভিযান চালানো দুরূহ ব্যাপার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

ডাকাত দলের সদস্যরা দুটি শিশুর গলায় ছুরি ধরে বাড়িতে থাকা স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা লুটপাট করেছেন বলে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে

১ ঘণ্টা আগে

ফরিদপুর সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া লায়েক মাতুব্বরের মেয়ে তাছলিমা বেগমের বিরুদ্ধে নকল ও জাল সার্টিফিকেট বানিয়ে চাকরি করার অভিযোগ উঠেছে

২ ঘণ্টা আগে

খুলনা মোংলা মহাসড়ক এখন মৃত্যুফাঁদের অপর নাম। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে নিরীহ মানুষের প্রাণ। খানাখন্দ, ভাঙাচোরা সড়ক, অপ্রশস্ত দুই লেন, আর নিয়ন্ত্রণহীন যানবাহন সব মিলিয়ে এ সড়কে সাধারণ মানুষের জীবন যেন হয়ে উঠেছে অনিশ্চিত।

১৬ ঘণ্টা আগে

পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্য এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়।

১৬ ঘণ্টা আগে