নবাবগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার এক মাদ্রাসা অধ্যক্ষ ও জামায়াত নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক স্কুলছাত্রীর মা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সপ্তম শ্রেণির ওই ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। লজ্জা, ভয় ও আতঙ্কে সে অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি পরিবারের।

অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ আলী। তিনি বাগমারা আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ ও নবাবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি।

ওই ছাত্রীর মা লিখিত বক্তব্যে জানান, ২৩ সেপ্টেম্বর তাঁর মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন মোহাম্মদ আলী। এ সময় ওই কিশোরীকে ছুরি দেখিয়ে এ কথা কাউকে না বলতে ভয় দেখানো হয়। পরে ৩০ সেপ্টেম্বর ওই ছাত্রী মাদ্রাসায় গেলে দুপুরে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে নবাবগঞ্জের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে মানসিকভাবে আরও বেশি অসুস্থ হলে বুধবার (১ অক্টোবর) দুপুরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওই ছাত্রীর মায়ের দাবি, তাঁর মেয়ে ভয়ে কথাও বলতে পারছে না। মানুষ দেখলেই আঁতকে উঠছে। কথা বলার একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

এদিকে অভিযোগটিকে সাজানো ও উদ্দেশ্যমূলক বলে উল্লেখ করেছেন মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে মিথ্যা ঘটনা সাজানো হয়েছে। এ ছাড়া আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে এতে ইন্ধন জোগাচ্ছে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

ধানমণ্ডি শাখার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী নেত্রী জান্নাত আরা রুমী রাজধানীর হাজারীবাগে নারীদের হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

১ ঘণ্টা আগে

পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত নারী ফাহিমা আক্তারের স্বামী আরিফ হোসেন ঘটনাস্থল ত্যাগ করেছেন।

২ ঘণ্টা আগে

ঝিনাইদহে “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে শেষ হয়।

২ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুর শহরের হাতিখানায় অবস্থিত রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি বর্তমানে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয়রা নিয়মিত গৃহস্থালী আবর্জনা ফেলায় শহীদ মিনারে ময়লার স্তুপ জমে আছে। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং কুকুরের আনাগোনায় পরিবেশ আরও নোংরা হয়ে উঠেছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ

৩ ঘণ্টা আগে