পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগ চার ভাইয়ের বিরুদ্ধে

প্রতিনিধি
মহালছড়ি, খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন তিন বোন। অভিযোগে তারা জানিয়েছেন, তাদের চার ভাই কৌশলে পিতার জমি ও সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়ে বোনদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত করছেন।

ভুক্তভোগী তিন বোন মমতাজ বেগম(৫৯) ফয়েজ বেগম(৫৬) নাজমা বেগম(৫৩) জানান, তাদের পিতা জীবিত থাকাকালীন সময় সকল সন্তানদের সমানভাবে সম্পত্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পিতার মৃত্যুর পর ২ ভাই শাহজাহান পাটোয়ারী ও মনির পাটোয়ারী মিলে সু কৌশলে ও প্রতারণার মাধ্যমে জমির দলিল নিজেদের নামে বন্দোবস্ত করে নেন। অপর দুই ভাইকে স্বল্প পরিমাণ জায়গা দিলেও এরপর বোনদের কোনো অংশ না দিয়ে সম্পূর্ণ জায়গা নিজেরাই দখলে রেখেছেন।

তারা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ ও পারিবারিক বৈঠক হলেও সমাধান হয়নি। বরং উলটো হুমকি-ধামকির মাধ্যমে তাদের চুপ থাকতে বাধ্য করা হচ্ছে। বিষয়টি নিয়ে তারা প্রশাসন ও আইনের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে মহালছড়ি ইউনিয়নের স্থানীয় এক গণ্যমান্য ব্যক্তি জানান, বিষয়টি নিয়ে পারিবারিকভাবে অনেকবার আলোচনার চেষ্টা করা হয়েছে, কিন্তু সমাধান না হওয়ায় এখন আইনি প্রক্রিয়ায় সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ভাইদের মধ্যে বড় ভাই শাহজাহান পাটোয়ারী অভিযোগ অস্বীকার করে বলেন, "আমরা কোনো প্রতারণা করিনি। পিতা আমাদের এই সম্পত্তি লিখে ছিল অন্য স্থানে, এ জায়গা আমার নিজের নামীয়। এখন বোনেরা অন্যায়ভাবে দাবি করছে।"

মহালছড়ি থানার এসআই মোঃ শফিকুল ইসলাম জানান, ৩ বোন এসে লিখিত অভিযোগ দিয়ে গেছেন, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

নীলফামারীর কিশোরগঞ্জে রোববার (১৭ আগস্ট) দিবাগত গভীর রাতে গাজাসহ মাদক সম্রামী রুপালী বেগমকে (৩৫) যৌথবাহিনী গ্রেফতার করেছে।

৮ ঘণ্টা আগে

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী লতিফ মিয়া।

৮ ঘণ্টা আগে

মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। মাছের ক্ষতিকর খাবার ব্যবহার বন্ধ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার ওপর জোর দেন

১১ ঘণ্টা আগে

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ অনুষ্ঠান শেষে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে

১১ ঘণ্টা আগে